শৈলশহরে ফের চলবে টয়ট্রেন, ইঙ্গিত রেলমন্ত্রকের

শৈলশহরে ফের চলবে টয়ট্রেন, ইঙ্গিত রেলমন্ত্রকের

কার্শিয়াং: শৈলশহর দার্জিলিংয়ের বুকে ফের দাঁপিয়ে বেড়াতে চলেছে টয়ট্রেন। প্রকৃতির এই অনন্য চিত্রপটে প্রায় একবছর বন্ধ থাকার পর ফের নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এর মধ্যে চালু হতে চলেছে টয়ট্রেন পরিষেবা, এমনটাই ইঙ্গিত মিলেছে হিমালয়ান রেলওয়ের পক্ষ থেকে। সূত্রের খবর, আগামী মাস অর্থাৎ, মার্চ থেকেই দার্জিলিংয়ের নীল আকাশের মাঝে ফের দেখা যাবে টয়ট্রেনের কালো ধোয়ার কুন্ডলি।

টয়ট্রেন লাইনের পরিদর্শন এর পর আজ কর্শিয়াং এর ডিএইচআর-এর উচ্চপদস্থ আধিকারিকরা একটি বৈঠকে বসেন। এই বৈঠকে শৈলশহরের বুকে ফের টয়ট্রেন পরিষেবা চালু করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে হিমালয়ান রেলওয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন যে, এই ট্রেন চলাচলের জন্য সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে কবে থেকে এই রেল সার্ভিস চালু হচ্ছে সেই ব্যাপারে এখনো স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। পাশাপাশি সফরের খরচ কেমন হবে এই প্রসঙ্গে হিমালয়ান রেলওয়ের এই মুখপাত্র আরো বলেন যে, পুরনো ভাড়াতেই যাত্রীরা এই সফর করতে পারবেন।

এদিকে দার্জিলিংয়ে এই ক্ষুদ্র রেল পরিষেবা চালুর ব্যাপারে রাজ্য সরকারের চূড়ান্ত অনুমোদন পেলে রেল বোর্ড থেকে এই সম্পর্কিত অনুমোদন পাওয়া যাবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এর মুখপাত্র জানিয়েছেন। উল্লেখ্য, গতবছর ২২ মার্চ করোনা অতিমারীর কারণে দেশব্যাপী লকডাউনের কারণে শৈলশহরে টয়ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তারপর দ্বিতীয় নিউ নর্মালে গতবছর ২৫ ডিসেম্বর দার্জিলিং থেকে ঘুমের মধ্যে ফের চালু হয় শহরের এই রেল পরিষেবা। তবে পুরো শহরজুড়ে এই পরিষেবা চালুর ব্যাপারে প্রায় একবছর পর এই সিদ্ধান্ত নিতে চলেছে হিমালয়ান রেলওয়ে মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =