দার্জিলিং গেলেই গুনতে হবে বাড়তি কর, জানেন কত দিতে হবে?

দার্জিলিং গেলেই গুনতে হবে বাড়তি কর, জানেন কত দিতে হবে?

tourists

কলকাতা: ‘দীপুদা’কে নিয়ে বাঙালির প্রেম, ভালবাসা, নস্টালজিয়ার কথা কারও অজানা নয়৷ ‘দীপুদা’ মানে দীঘা, পুরী আর দার্জিলিং৷ কিন্তু জানেন কি এবার থেকে দার্জিলিং ঘুরতে গেলেই দিতে হবে বাড়তি কর। দার্জিলিং পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানানো হয়েছে। কিন্তু কেন এই বাড়তি কর? জানা গিয়েছে, মূলত জঞ্জাল অপসারণ বিভাগের জন্যই এই বাড়তি কর ধার্য করা হয়েছে৷ তেমনটাই জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি। তবে পুরসভার এহেন সিদ্ধান্তে হতবাক পর্যটন সংস্থাগুলি। তাদের বক্তব্য, আলোচনার না করেই এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। হঠাৎ করে এভাবে কর বাড়ানো যায় না। কিন্তু কত টাকা কর দিতে হবে? 

বলা হয়েছে, দার্জিলিং ঘুিরতে আসা প্রত্যেক পর্যটককে মাথাপিছু ২০ টাকা করে কর দিতে হবে। একদা সুভাষ ঘিসিংয়ের আমলে এই টাকা নেওয়া হতো। পরবর্তীতে  বিমল গুরুং এর আমলেও পর্যটকদের থেকে টাকা নেওয়াটা ছিল দস্তুর৷ পরবর্তী সময়ে বেশ কয়েক বছর একটানা এই টাকা নেওয়া বন্ধ রাখা হয়। কিন্তু পাহাড়ি শহর দার্জিলিং-কে পরিষ্কারপরিচ্ছন্ন রাখতেই নতুন করে টাকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা পরিচালিত দার্জিলিং পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =