নয়াদিল্লি: করোনা ভাইরাস কোভিড ১৯ ছড়িয়ে পড়ছে হু হু করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুসারে, করোনা আক্রান্তের ঘটনা ৪৬৭টি। মৃত্যুর ঘটনা ঘটেছে এই রাজ্যেও। সংবাদসূত্রের জানা গেছে, শেষ মৃত্যুর খবর হিমাচল প্রদেশ থেকে পাওয়া গেছে। সেই তথ্য অনুসারে, এই মুহূর্তে করোনায় মৃতের সংখ্যা ১০। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে ৮ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে অন্ধ্রপ্রদেশ ৭ জন, বিহারে ২ জন, ছত্তিশগড়ে ১ জন, দিল্লিতে ২৮ জন, গুজরাটে ২৯ জন, হরিয়ানায় ১২ জন, হিমাচল প্রদেশে ২ জন, কর্নাটকে ৩৩ জন, কেরলে ৬০ জন, মধ্যপ্রদেশে ৬ জন, মহারাষ্ট্রে ৭১ জন, উড়িষ্যায় ২ জন, পন্ডিচেরিতে ১ জন, পাঞ্জাবে ২১ জন, রাজস্থানে ২৬ জন, তামিলনাড়ুতে ৭ জন, তেলঙ্গানায় ২২ জন, চণ্ডীগড়ে ৬ জন, জম্মু ও কাশ্মীরে ৪ জন, লাদাখে ১৩ জন, উত্তরপ্রদেশে ৩০ জন, উত্তরাখণ্ডে ৩ জন এবং পশ্চিমবঙ্গে ৭ জন। সোমবার বিকেলের প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে ৩৯৩ জন দেশীয় আক্রান্তের পরিসংখ্যান উঠে এসেছে। এছাড়াও বিদেশি রয়েছেন ৪০ জন।
তাঁদের মধ্যে দিল্লিতে ১ জন, হরিয়ানায় ১৪ জন, কেরলে ৭ জন, মহারাষ্ট্রে ৩ জন, রাজস্থানে ২ জন, তামিলনাড়ুতে ২ জন, তেলঙ্গানায় ১০ জন ও উত্তরপ্রদেশের ১ জনের নাম উঠে এসেছে। করোনা আক্রান্ত রোগীদের মধ্যে যাঁরা সুস্থ হয়েছেন, তাঁদের সংখ্যাও জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। মোট ২৪ জন রয়েছেন এই তালিকায়। যার মধ্যে দিল্লির ৫ জন, হরিয়ানায় ১১ জন, কর্নাটকের ২ জন, কেরলের ৩ জন, রাজস্থানে ৩ জন, তামিলনাড়ুর ১ জন, তেলেঙ্গনার ১ জন এবং উত্তরপ্রদেশের ৯ জন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ৮। বিহারের ১ জন, দিল্লির ১ জন, গুজরাটের ১ জন, কর্নাটকে ১ জন, মহারাষ্ট্রে ২ জন, পাঞ্জাবে ১ জন ও পশ্চিমবঙ্গে ১ জন। সূত্রের খবর, হিমাচলপ্রদেশে একজনের মৃত্যু হয়েছে। যদিও সেই তথ্য আপডেট এখনও পর্যন্ত করা হয়নি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে।