vacancies
কলকাতা: দীর্ঘদিন নিয়োগের অপেক্ষায় রাস্তায় পড়ে থেকে আন্দোলন চালাচ্ছে হাজার হাজার চাকরিপ্রার্থী৷ বছরের পর বছর থমকে নিয়োগ৷ চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, রাজ্যে প্রায় ৩ লক্ষ শূন্যপদ রয়েছে৷ অথচ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার বিধানসভায় জানান, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে রাজ্যে সর্বসাকুল্যে শূন্য শিক্ষক পদ ৭৮১টি! তিনি জানান, উচ্চ মাধ্যমিকে ১৩টি, মাধ্যমিকে ২৮টি, উচ্চ প্রাথমিকে ৪৭৩টি এবং প্রাথমিকে ২৬৭টি শূন্যপদ রয়েছে। আদালতের নির্দেশ মেনেই এই শূন্যপদ পূরণ করা হবে৷
ব্রাত্য বসু বলেন, আগের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ৭৮১টি শূন্যপদ আছে। চাকরিপ্রার্থীদের জন্য নতুন পদ সৃষ্টি করা হয়েছে৷ সেই সকল পদে নিয়োগ করা হবে। তিনি এ-ও বলেন, শিক্ষক নিয়োগ নিয়ে আইনি সমস্যা রয়েছে৷ আদালতে মামলা চলছে, সিবিআই তদন্ত হচ্ছে। তবে শূন্যপদ কিন্তু ৭৮১টিই। শিক্ষামন্ত্রীর কথায়, মোট তিন লক্ষ পদের কথা বলেছিলেন তিনি। কিন্তু বিরোধীরা সেটি শূন্যপদ বলে তুলে ধরছেন! তবে মন্ত্রীর দাবির সঙ্গে আদালতে দাঁড়িয়ে তাঁর দফতরেরই দেওয়া বয়ানের সঙ্গে এর কোনও মিল নেই৷