যৌন হেনস্থার অভিযোগ! পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে দায়ের FIR

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে গোটা টলিপড়া৷ প্রতিবাদে গর্জে উঠেছে  সেই আবহে নারীনিগ্রহের অভিযোগে কাঠগড়ায়  টলিউডের এক পরিচালক৷ এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে এফআইআর…

Arindam Sil controversy

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে গোটা টলিপড়া৷ প্রতিবাদে গর্জে উঠেছে  সেই আবহে নারীনিগ্রহের অভিযোগে কাঠগড়ায়  টলিউডের এক পরিচালক৷ এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে এফআইআর দায়ের করা হল অরিন্দম শীলের বিরুদ্ধে৷ সম্প্রতি অরিন্দমের বিরুদ্ধে মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছিলেন ওই অভিনেত্রী। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল থানায়। যার জেরে বিপাকে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা তথা পরিচালক৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অরিন্দম শীল। (FIR filed against Arindam Sil)

অরিন্দমকে সাসপেন্ড করেছে ডিরেক্টর্স গিল্ড

তাঁর বিরুদ্ধে নারীনিগ্রহের একাধিক অভিযোগ ওঠার পরই শনিবার অনির্দিষ্ট কালের জন্য তাঁকে সাসপেন্ড করে ডিরেক্টর্স গিল্ড। পুলিশ সূত্রের খবর, ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে পরিচালক অরিন্দম শীলের নামে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। এর আগে পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে মহিলা কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন ওই অভিনেত্রী৷

আরও পড়ুন-

অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টর্স গিল্ড

Entertainment: A prominent Tollywood director, Arindam Sil, is facing serious allegations of sexual harassment. An FIR has been filed against him based on a complaint by an actress. The Directors’ Guild has suspended him.