করোনা কোপে আপাতত স্থগিত টোকিও অলিম্পিক

করোনার জেরে গোটা বিশ্ব আতঙ্কে রয়েছে। একের পর এক টুর্নামেন্ট বন্ধ হয়েছে। এবার টোকিও অলিম্পিক স্থগিতের সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। পরিসংখ্যান বলছে, এর আগে যুদ্ধের কারণে অলিম্পিক বন্ধ হলেও এভাবে স্থগিতাদেশ কখনও পড়েনি।

টোকিও: করোনার জেরে গোটা বিশ্ব আতঙ্কে রয়েছে। একের পর এক টুর্নামেন্ট বন্ধ হয়েছে। এবার টোকিও অলিম্পিক স্থগিতের সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। পরিসংখ্যান বলছে, এর আগে যুদ্ধের কারণে অলিম্পিক বন্ধ হলেও এভাবে স্থগিতাদেশ কখনও পড়েনি।

সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে কোভিড ১৯ সংক্রমণ। একপ্রকার লক ডাউন পরিস্থিতি জারি করে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে টোকিও অলিম্পিক আয়োজন ঝুঁকিপূর্ণ বলেই মনে করছে আইওসি। তাদের তরফে বলা হয়েছে, 'বর্তমানে যা পরিস্থিতি, তা অনুসারে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) গাইডলাইন অনুযায়ী, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সভাপতি এবং জাপানের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, টোকিওর নির্ধারিত ৩২তম অলিম্পিক্স গেম ২০২০ সালের পর অনুষ্ঠিত হবে। তবে তা ২০২১ সালের গ্রীষ্মের মধ্যেই করতে হবে। খেলোয়াড়, অলিম্পিক্সে গেমের সঙ্গে জড়িত এবং আন্তর্জাতিক কমিউনিটির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
 

তাছাড়া আইওসি-র তরফে ডিক পাউন্ড বলেন, 'আন্তর্জাতিক অলিম্পি কমিটির এহেন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তারা অলিম্পিক বাতিল করতে চায় না। এমনকী, তারা এখনও ভাবছে যে, ২৪ জুলাই থেকে হয়তো এই প্রতিযোগিতা চালাতে পারবে। কিন্তু এখন এমন কোনও পরিস্থিতি নয় যে, ২৪ জুলাইয়ের মধ্যে সব সমস্যা মিটে যাবে।' এই প্রসঙ্গে মুখ খুলেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি বলেম, 'বর্তমান পরিস্থিতি দেখে আমি এই গেমস এক বছর পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। আইওসি-র প্রেসিডেন্ট আমার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।' প্রাথমিকভাবে এও জানানো হয়েছে ২০২১ সালের গ্রীষ্মের আগেই আয়োজন করতে হবে টোকিও অলিম্পিক। এদিকে অলিম্পিকে স্থগিতাদেশের বিষয়টি নিয়ে গবেষকদের একাংশ বলছেন, ইতিহাসে এই প্রথম কোন অলিম্পিক গেমস স্থগিত করা হল। যুদ্ধের সময় অলিম্পিক বাতিল করা হয়েছিল। কিন্তু কখনও তা স্থগিত করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =