Coldest Day
কলকাতা: ঘূর্ণিঝড়ের ধাক্কায় নভেম্বরের মন ভেঙেছিল শীতপ্রিয় বাঙালির৷ কবে ডিসেম্বর পড়তেই বঙ্গজুড়ে শীতের পরশ। মেঘ সরতেই ঢুকতে শুরু করেছে কনকনে উত্তুরে হাওয়া৷ তাপমাত্রা নামতে শুরু করেছে হু হু করে৷ অপেক্ষা শেষে বাংলায় এসে হাজির কাঙ্খিত শীত৷ কলকাতায় তাপমাত্রা এক ধাক্কায় নেমে গিয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে৷ ভোরবেলা এবং রাতে তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে। অনেকেই ঠান্ডায় জবুথবু৷
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, একদিনে এক ডিগ্রি কমেছে শহর কলকাতার তাপমাত্রা। বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এই মরশুমে এখনও পর্যন্ত আজই কলকাতার শীতলতম দিন। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় জমিয়ে ব্যাটিং শুরু করেছে শীত৷ ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা। এখনই বাড়ছে না রাতের তাপমাত্রা৷ স্বাভাবিকের নীচে থাকবে সর্বোচ্চ তাপমাত্রাও৷