শখের ‘বাহনের’ জন্য পছন্দের নম্বর চাই? সহজ নিয়ম আনল পরিবহণ দফতর, সুবিধা ঘরে বসেই

শখের ‘বাহনের’ জন্য পছন্দের নম্বর চাই? সহজ নিয়ম আনল পরিবহণ দফতর, সুবিধা ঘরে বসেই

auction

কলকাতা: গাড়ির নম্বর প্লেট অনেক কথা বলে। নম্বর প্লেটে লুকিয়ে থাকে অসংখ্য তথ্য৷ আবার বিভিন্ন রঙের নম্বর প্লেটের তাৎপর্যও আলাদা৷ তবে সে সব ‘তথ্য’ কথা৷ মনের মতো নম্বর প্লেট পাওয়াটাও কিন্তু বড় কথা৷  (auction)

নতুন বাইক বা গাড়ি কিনেছেন? আর সেই গাড়ির জন্য পছন্দের নম্বর পেতে চান? নো প্রবলেম! এ বার থেকে ঘরে বসেই মিলবে সেই সুযোগ৷ এর জন্য আপনাকে অংশ নিতে হবে অনলাইন নিলামে৷ সম্প্রতি নম্বর প্লেট নিয়ে এমনই সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। বুধবার সেই সিদ্ধান্ত কার্যকর করতে একটি বিজ্ঞপ্তিও জারি করেছেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন। পছন্দের নম্বর প্লেট পেতে কী কী করতে হবে সেখানে সুস্পষ্ট ভাবে সবটাই বলা আছে৷ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবহণ দফতরের পোর্টাল ‘বাহন’-এ গিয়ে প্রথমেই অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে। তারপর পরিবহণ দফতরের অনলাইন নিলাম প্রক্রিয়ায় অংশ নিয়ে পেয়ে যান বিশেষ বা নিজের পছন্দের নম্বর৷ যদিও বিশেষ বা নিজের পছন্দের নম্বর নেওয়ার বিষয়টি নতুন নয়৷ আগেও এই সুবিধা চালু ছিল পরিবহণ দফতরে। কিন্তু, এ বার সম্পূর্ণ ভিন্ন মোড়কে তা পেশ করা হবে৷ যা এই ব্যবস্থাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে৷ 

এই প্রক্রিয়ায় শুধু ব্যক্তিগত চার চাকার গাড়ির নম্বরই মিলবে না, পাওয়া যাবে স্কুটার কিংবা বাইকের জন্যেও মন পসন্দ নম্বর। তবে সবের জন্যেই নিলামে অংশ নেওয়াটা মাস্ট। এই বিজ্ঞপ্তিতে আট দফা নির্দেশিকাও জারি করা হয়েছে। পরিবহণ দফতরের সেই নির্দেশিকায় বলা হয়েছে, যে কোনও ধরনের নম্বর পেতে অনলাইন নিলামে অংশগ্রহণ করতেই হবে। অনলাইন নিলামে অংশ নেওয়ার জন্য এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি লাগবে। সেই ফি ফেরতযোগ্য নয়। বিশেষ বা পছন্দের নম্বর পাওয়ার পর এই ফিয়ের টাকা অন্য ভাবে গাড়ির মালিককে ফেরত পাবেন৷ 

ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, বাহনের এই জন্য বেছে নেওয়া এই বিশেষ বা পছন্দের নম্বরটি হাতবদল করা যাবে না। একান্তই যদি হাতবদল করতে হয়, তা হলে গাড়ির রেজিস্ট্রেশন বদল করতে হবে। গাড়ির রেজিস্ট্রশনের বদলের পর সেই বিশেষ গাড়ির নম্বরে আর কোনও পরিবর্তন করা যাবে না। একটি নম্বরের জন্য ৩০ দিন বা এক মাসের মধ্যে সর্বাধিক তিনবার নিলাম প্রক্রিয়ার আয়োজন করা হবে। নিলামে জয়ী গাড়ির মালিক ৯৬ ঘণ্টার মধ্যে নিলাম জয়ের সমস্ত শর্তপূরণ করতে না পারলে, সংশ্লিষ্ট নম্বরটি আবারও নিলামে তোলা হবে। তিনদিনের জন্য অনলাইনে নিলাম চালু থাকবে। প্রতি সপ্তাহে বুধবার থেকে শুরু হয়ে শুক্রবারের মধ্যে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে। নিলাম শেষে সর্ব্বোচ্চ দরদাতাকে চার দিন বা মোট ৯৬ ঘণ্টা সময় দেওয়া হবে পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য৷ সেই সময়ের মতো সমস্ত ফর্মালিটিস পূরণ করতে পারলেই আপনার গাড়ির জন্য পেয়ে যাবেন বিশেষ নম্বর৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − three =