ওয়াশিংটন: টিকটকের বর্তমান পরিস্থিতি মোটেই সুবিধের নয়। ভারতের পর আমেরিকাতেও নিষেধাজ্ঞার মুখে এই চিনা বিনোদন অ্যাপ। ভারতে বিশাল অঙ্কের লভ্যাংশ হাতছাড়া হওয়ার পর, আমেরিকা থেকে এখনই সরতে চাইছে না টিকটক। তাই আমেরিকায় নিষেধাজ্ঞা থেকে বাঁচার মরিয়া চেষ্টা করছে সংস্থাটি। আর সে কারণে মার্কিন মুলুকে ১০ হাজার কর্মসংস্থানের ‘টোপ’ দিয়েছে টিকটক।
আরও পড়ুন: দস্যি মেয়ে! ২ তালিবান জঙ্গিকে নিকেশ আফগান কিশোরীর, ভাইরাল বন্দুক হাতে ছবি
করোনা আবহের জেরে বিশ্বের অন্যান্য দেশের মতো আমেরিকার অর্থনীতির অবস্থা শোচনীয়। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল অবস্থা। এই অবস্থায় বহু মানুষের চাকরি চলে গিয়েছে। বেকারত্বের হার হু হু করে বাড়ছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউ বলতে পারছে না। এই অবস্থায় আমেরিকায় ১০ হাজার বেকার যুবক-যুবতীর চাকরির প্রতিশ্রুতি দিল টিকটক। ইঞ্জিনিয়ারিং থেকে মার্কেটিংয়ে ১০ হাজার কর্মসংস্থান করবে বলে জানিয়েছে। এমতাবস্থায় মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত এখনও জানা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক-এর বর্তমানে কর্মীসংখ্যা ১৪০০৷ সংবাদমাধ্যমকে সংস্থাটি জানিয়েছে, আরও ১০ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করবে তারা৷
আরও পড়ুন: করোনা চিকিৎসায় সস্তার ভেন্টিলেটর বানিয়ে তাক লাগাল যুদ্ধ বিধ্বস্ত আফগানের ৭ ছাত্রী
প্রথমে ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে টিকটককে নিষিদ্ধ করা হয়। অনেকটা সেই পথে হাঁটে আমেরিকা। টিকটক যে ফোনের অ্যাকাউন্ট থাকত, সেখানকার সব তথ্য চুরি করা হত বলে টিকটকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তারপর পর পর দুই দেশে নিষেধাজ্ঞার মুখে পড়ায় টিকটক বেজিংয়ের থেকে দূরত্ব বজায় রাখছে বলে জানা গিয়েছে।