চতুর্থ দফার ভোটে সবচেয়ে ধনী প্রার্থী তৃণমূলের! ঋণের দায়ে ডুবে জাভেদ-রত্না

চতুর্থ দফার ভোটে সবচেয়ে ধনী প্রার্থী তৃণমূলের! ঋণের দায়ে ডুবে জাভেদ-রত্না

a1eb38a30c4da5d4b3be20140c9569f1

 

কলকাতা: শনিবার রাজ্যে চতুর্থ দফার ভোট গ্রহণ। নির্বাচন হবে কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার ৪৪টি আসনে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭২ জন প্রার্থী। যাদের কারও কারও সম্পত্তির পরিমাণ দেখলে চোখ কপালে উঠতে বাধ্য হয়। এই ৩৭২ জন প্রার্থীর মধ্যে রয়েছেন ৬৫ জন কোটিপতি প্রার্থী। অন্যদিকে, রয়েছেন একেবারে বিনা সম্পত্তির মালিক প্রার্থীও। তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক এই দফার সবচেয়ে বড়লোক ও গরিব প্রার্থী কে?

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চতুর্থ দফার প্রার্থীদের সম্পদ মাথাপিছু ৯২.৩৪ লক্ষ টাকা। ৩৭২ জন প্রার্থীর মধ্যে ৫ কোটি বা তার বেশি সম্পত্তি রয়েছে ১৬ জনের। দুই কোটি থেকে পাঁচ কোটির মধ্যে সম্পত্তির পরিমাণ রয়েছে ২২ জনের। আবার ১০ লক্ষ থেকে ৫০ লক্ষের মধ্যে সম্পত্তি রয়েছে ৯৬ জন প্রার্থীর। সবচেয়ে বেশি ১৬২ জন প্রার্থীর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষেরও কম। সব মিলিয়ে ৩৭২ জন প্রার্থীর গড় সম্পদ ৯২.৩৪ লক্ষ টাকা। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সম্পদ ৪.৩৬ কোটি টাকা। বিজেপির প্রার্থীদের গড় সম্পদ ১.৯০ কোটি টাকা। সিপিআইএমের প্রার্থীদের গড় সম্পত্তি ৩৩.৬৪ লক্ষ টাকা।

এডিএস-এর রিপোর্ট অনুযায়ী, চতুর্থ দফার ৩৭২ জন প্রার্থীর মধ্যে কোটিপতি প্রার্থী ৬৫ জন। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ৩৪ জন এবং ভারতীয় জনতা পার্টির ১৮ জন কোটিপতি প্রার্থী রয়েছেন। চতুর্থ দফার সবচেয়ে বড়লোক প্রার্থীদের মধ্যে প্রথম স্থানে আছেন দক্ষিণ ২৪ পরগনার কসবা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ আহমেদ খান। স্থাবর-অস্থাবর মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ ৩২ কোটি। দ্বিতীয় স্থানে আছেন হাওড়া শিবপুরের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী মনোজ তিওয়ারি। তার মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি।

এডিএস-এর রিপোর্টে সবচেয়ে গরিব প্রার্থীদের দুটি তালিকায় ভাগ করা হয়েছে। প্রথম তালিকায় তারা আছেন যাদের সম্পত্তির পরিমাণ একেবারে শূন্য। এই তালিকায় রয়েছেন সোনারপুর উত্তরের নির্দল প্রার্থী বিনন্দ সিং এবং কুমারগ্রামের কামতাপুর পিপলস ইউনাইটেড দলের প্রার্থী শ্রীলাল ওঁরাও। অন্যদিকে ন্যূনতম ৫০০ টাকার সম্পত্তি নিয়ে সবচেয়ে গরিব প্রার্থী ভাঙড়ের নওসর আলি মোল্লা। তালিকায় ২ ও ৩ নম্বরে রয়েছেন যাদবপুর কেন্দ্রের নির্দল প্রার্থী মিস্টু দাস ও মেঘা চ্যাটার্জী। তাদের সম্পত্তির পরিমাণও ৫০০ টাকা।

চতুর্থ দফার প্রার্থীদের মধ্যে মোট ১১৮ জন প্রার্থীর মোটা ঋণ আছে। সেই তালিকাতেও প্রথম স্থানে রয়েছেন কসবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ আহমেদ খান। তার মোট ঋণ ৪১ কোটি টাকা। উচ্চ ঋণের জালে আবদ্ধ বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী তথা শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায়ও। তার মোট ঋণের পরিমাণ ৬ কোটি টাকা। দেখুন বিস্তারিত- https://adrindia.org/content/west-bengal-assembly-elections-2021-phase-iv-analysis-criminal-background-financial?fbclid=IwAR0pDEjYAerPlk2T81vyYFlradc_bfJVQckc-B1SeiZa763Ii_3zXxbjnAs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *