অগ্নিগর্ভ জয়নগর, জ্বালিয়ে দেওয়া হল সিপিএম কর্মী- সমর্থকদের বাড়ি, তৃণমূল নেতা খুনে ব্যাপক অশান্তি

অগ্নিগর্ভ জয়নগর, জ্বালিয়ে দেওয়া হল সিপিএম কর্মী- সমর্থকদের বাড়ি, তৃণমূল নেতা খুনে ব্যাপক অশান্তি

 Joynagar

কলকাতা: তৃণমূল নেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ জয়নগর৷ সিপিএম কর্মী-সমর্থকদের একের পর এক বাড়িতে ভাঙচুর চালিয়ে জ্বালিয়ে দেওয়া হল৷ পুড়ে খাক ২০ থেকে ২৫টি বাড়ি৷ এই ঘটনায় অভিযোগের তির উঠেছে শাসকদলের দিকে।

পরিস্থিতি সামল দিতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশবাহিনী। এদিকে, দাউ গাউ করে জ্বলতে থাকা বাড়িগুলির আগুন থামাতে আনা হয়েছে দমকলের একাধিক ইঞ্জিন৷ তার আগেই অবশ্য গ্রামের মহিলারা পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করে দেন৷ এরই মধ্যে এক অভিযুক্তকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে৷ তবে পুলিশের তরফে সেই মৃত্যুর খবর এখনও নিশ্চিত করা হয়নি৷ 

নিহত তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর (৪৩) ছিলেন বামনগাছি গ্রামের পঞ্চায়েতের সদস্য৷ এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতির দায়িত্বও সামলাতেন তিনি। সইফুদ্দিনর স্ত্রীও তৃণমূল নেত্রী৷ তিনি বামগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর ৫টা নাগাদ মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন সইফুদ্দিন। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷  গুলি গিয়ে লাগে তাঁর কাঁধে৷ রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল নেতা৷ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + fifteen =