প্রার্থী বদলের পরেও জারি বিক্ষোভ! মালদায় চরম অস্বস্তিতে তৃণমূল

বিজেপি ছেড়ে আসা প্রার্থীকে মানতে নারাজ মালদার তৃণমূলের একাংশ

ইংরেজবাজার: রাজ্য জুড়ে ভোটের উত্তাপের মাঝেই প্রার্থী বিক্ষোভের মুখোমুখি হয়েছে রাজনৈতিক দলগুলি। একদিকে যখন তারকাদের ভিড়ে ভোটের টিকিট না পেয়ে দল ছেড়েছেন একাধিক তৃণমূল নেতৃত্ব, অন্যদিকে তখনই ঘাসফুলত্যাগী প্রার্থীদের নিয়ে অসন্তোষ ছড়িয়েছে গেরুয়া শিবিরেও। এমতাবস্থায়, দলীয় কর্মী সমর্থকদের ক্ষোভ প্রশমন করতেই মালদার হবিবপুরে প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেস।

পরিবর্তিত প্রার্থী নিয়েও অসন্তোষ জারি ঘাসফুল শিবিরে। এদিন মালদার হবিবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ বাস্কের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন শাসকদলের স্থানীয় নেতা কর্মীরা। তাঁদের দাবি, প্রদীপ বাস্কে নয়, সংশ্লিষ্ট বিধানসভা থেকে প্রার্থী করতে হবে চুনিয়া মুর্মূকে। এই দাবিতে রাস্তায় প্ল্যাকার্ড হাতে বসে বিক্ষোভও দেখান তাঁরা। হবিবপুরের তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একাংশকে শনিবার দেখা যায় জেলা কার্যালয়ের সামনে। অবিলম্বে পুণরায় প্রার্থী বদলের দাবি জানিয়েছেন তাঁরা।

বস্তুত, কিছুদিন আগে মালদার হবিবপুর বিধানসভা থেকে ঘাসফুল শিবিরের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় সরলা মুর্মূ্র নাম। কিন্তু ঘোষণার পরেই দল ত্যাগ করে ঘাসফুল প্রার্থী নাম লেখান পদ্মফুলে। এরপর তড়িঘড়ি ওই এলাকায় প্রার্থী বদল করে তৃণমূল নেতৃত্ব। প্রদীপ বাস্কেকে দেওয়া হয় ভোটে লড়াইয়ের টিকিট। এই প্রদীপ বাস্কে সম্প্রতি বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। ফলত, প্রাক্তন গেরুয়া নেতাকে প্রার্থী হিসেবে মানতে নারাজ স্থানীয় নেতৃত্ব।

বিক্ষোভকারী নেতা কর্মীদের মতে, প্রদীপ বাস্কের সঙ্গে গোপন আঁতাত রয়েছে বিজেপির। তাই এমন প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অবশ্য তৃণমূলের জেলা নেতৃত্ব বিক্ষোভকারীদের দাবি মানতে নারাজ। তাঁরা জানিয়েছেন, এই বিক্ষোভকে ইন্ধন জুগিয়েছে বিজেপি। অন্যদিকে, গেরুয়া শিবিরের দাবি, গোষ্ঠীকোন্দল আর তৃণমূল পরস্পর সমার্থক শব্দ। হবিবপুরে ঘটছে তারই প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =