বুধে ধর্মতলায় শাহী সভা, বিরোধীশূন্য বিধানসভায় কালো পোশাক পরবে তৃণমূল

বুধে ধর্মতলায় শাহী সভা, বিরোধীশূন্য বিধানসভায় কালো পোশাক পরবে তৃণমূল

কলকাতা:  দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ধর্মতলায় সভা করার অনুমতি পেয়েছে ভারতীয় জনতা পার্টি৷ ২৯ নভেম্বর, বুধবার ভিক্টোরিয়া হাউজের সামনে জনসভা করবে বিজেপি৷ সেই সভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় তৃণমূল সরকারের দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা ও অরাজকতার অভিযোগ এনে এই সভার আয়োজন করেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব শুভেন্দু-সুকান্তরা। 

এদিকে, বিজেপি’র রাজনৈতিক আক্রমণ রুখতে পাল্টা কৌশল নিয়েছে তৃণমূলও। তাদের হাতিয়ার বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা৷ সেই ইস্যুতেই শান দিতে চাইছে জোড়াফুল। এদিকে, বিধানসভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন৷ তৃণমূলের সিদ্ধান্ত, আগামীকাল তাঁদের সকল বিধায়ক কালো পোশাক পরে বিধানসভায় আসবেন। এমনিতেও বিধানসভায় এখন তিন দিনের ধর্না চলছে। 

তৃণমূলের এই কর্মসূচি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোঁচা দিয়ে বলেন, “ধর্মতলার সভার জন্য বিজেপি বিধায়করা বুধবার কেউ বিধানসভায় থাকবেন না। বিরোধীশূন্য থাকবে বিধানসভা। এও এক প্রকার প্রতীকী যে তৃণমূল নিজেরাই নিজেদের কালো রঙ দেখাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =