নেতাদের গাড়ি নয়, ব্রিগেডে ‘জনজোয়ার’ চায় তৃণমূল, ট্রেনে-বাসে বঞ্চিতদের আনার নির্দেশ

নেতাদের গাড়ি নয়, ব্রিগেডে ‘জনজোয়ার’ চায় তৃণমূল, ট্রেনে-বাসে বঞ্চিতদের আনার নির্দেশ

tmc 

কলকাতা: পাঁচ বছর পর ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে শাসক তৃণমূল৷  আগামী ১০ মার্চ হবে সেই সমাবেশ৷ এই সভার নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’।ওই দিন কার্যত জনজোয়ার দেখতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷  নেতাদের গাড়ির ভিড় নয়, তৃণমূল চায় মানুষের ভিড়ে উপচে উঠুক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড৷ মাঠ ভরাতে দলীয় স্তরে নির্দেশ যেতে শুরু করেছে।  বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি থেকে ব্লক সভাপতিদের উদ্দেশে বলা হচ্ছে, একা একা গাড়ি চেপে চলে এলে হবে না৷ এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ব্রিগেডে আসতে হবে। লক্ষ্য বঞ্চিতদের জমায়েত গড়ে তোলা৷ মূলত ১০০ দিনের কাজে বঞ্চিতদের নিয়ে আসার জন্য সাংগঠনিক ভাবে জোর দেওয়া হচ্ছে। আর সেই সংখ্যাটা নেহাত কম নয়৷ প্রায় ২৪ লক্ষ। যাঁদের হাতে টাকা দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + sixteen =