ফের রণক্ষেত্র ভাঙড়! তৃণমূল-আইএসএফ সংঘর্ষে আহত অন্তত ১২

ফের রণক্ষেত্র ভাঙড়! তৃণমূল-আইএসএফ সংঘর্ষে আহত অন্তত ১২

1020b52979185a7ad1b2b8ea12c9e9e1

 

ভাঙড়: ফের সংঘর্ষ তৃণমূল ও আইএসএফ-এর মধ্যে। এলাকা দখল নিয়ে স্থানীয় তৃণমূল ও আইএসএফ-এর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। সংঘর্ষে উভয়পক্ষ মিলিয়ে আহত হয়েছেন প্রায় ১২ জন। আশঙ্কাজনক আহতদের ভর্তি করা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। তৃণমূলের তরফে আইএসএফ-এর কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে পাল্টা একই অভিযোগ এনেছে আইএসএফ কর্মীরাও।

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়ে আইএসএফ-এর কর্মী-সমর্থকদের একটি মিছিল যাচ্ছিল। পথেই রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। স্থানীয় জোড়াফুল শিবিরের অভিযোগ, মিছিল থেকে বেরিয়ে এসে আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের ওপর রড, বাঁশ নিয়ে অতর্কিতে চড়াও হয়। এই আচমকা হামলায় আহত হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তাদেরকে প্রথমে ভাঙড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আশঙ্কাজনক অবস্থা।

স্থানীয় বিদায়ী বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লা হাসপাতালে গিয়ে আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করেন। তিনিও সরাসরি আইএসএফ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে আইএসএফের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা অভিযোগ আনা হয়েছে। তারাও জানিয়েছেন, মিছিলে যাওয়ার সময় কয়েকজন তৃণমূল কর্মী আইএসএফ-এর কর্মীদের ওপর আচমকা হামলা চালায়। যার ফলে বেশকিছু আইএসএফ কর্মী আহতও হয়েছেন। বারুইপুরের পর এবার ভাঙ্গড়েও তৃণমূল-আইএসএফ সংঘর্ষ ও তারপরে অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *