মাংস ভাত খাইয়ে প্রভাবিত করার চেষ্টা তৃণমূলের বিরুদ্ধে, ক্ষোভ উগড়ালেন অগ্নিমিত্রা

মাংস ভাত খাইয়ে প্রভাবিত করার চেষ্টা তৃণমূলের বিরুদ্ধে, ক্ষোভ উগড়ালেন অগ্নিমিত্রা

আসানসোল: মাংস ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল৷ এমনই অভিযোগে সরব হলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি৷ 

আরও পড়ুন- ‘এতদিন একসঙ্গে ভোট দিতাম, এবার মন খারাপ’, ভোট দিয়ে বললেন বুদ্ধদেব-জায়া

আজ আসানসোল দক্ষিণের বিভিন্ন কেন্দ্রে কার্যত চষে বেড়ান অগ্নিমিত্রা৷ সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো টুপি পরাকে কেন্দ্র করে তুলকালাম করেন৷ একটি বুথে এক এজেন্টকে ওই টুপি পরে বে থাকতে দেখেন তিনি৷ এর পর বিকেল অন্য এক কেন্দ্রে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে মাংস ভাত খাওয়ানোর অভিযোগ আনলেন বিজেপি’র এই তারকা প্রার্থী৷ বুথের ২০০ মিটারের মধ্যেই মাংস ভাত খাওয়ানো হচ্ছিল বলে অভিযোগ৷ তিনি বলেন, আমাদের দেখেই এখান থেকে ৫০ জন পালিয়ে গেল৷ এই অভিযোগেই সরব হন বিজেপি প্রার্থী৷ ইতিমধ্যে কমিশনে অভিযোগও জানিয়েছেন তিনি৷ তাঁর অভিযোগ এই ভাবে মাংস ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *