কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হবে উন্নয়নের লিফলেট! ভোট সমরে নয়া কৌশল তৃণমূল কংগ্রেসের

কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হবে উন্নয়নের লিফলেট! ভোট সমরে নয়া কৌশল তৃণমূল কংগ্রেসের

b149304715a10dba6d7c89aa8c1ae19b

কলকাতা: হাতে আর মাত্র আট দিন৷ এর পরেই রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাতে শুরু করেন বিরোধীরা। এ নিয়ে বিস্তর দড়ি টানাটানির পর অবশেষে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই ভোট করানোর নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট৷ ইতিমধ্যেই গ্রামবাংলায় পৌঁছে গিয়েছে আধা সেনা৷ গ্রাম গ্রামে শুরু হয়েছে বাহিনীর টহল৷ রবিবারের মধ্যে আরও কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে বলে জানা গিয়েছে। এই আবহে নয়া রণকৌশল নিল শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান লিফলেট আকারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে তুলে দেওয়া সিদ্ধান্ত নিল দল। সেই মতো লিফলেট ছাপার কাজও শেষ। হিন্দি এবং ইংরেজি, দুটি ভাষায় লিফলেট ছাপানো হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর-সহ বেশ কিছু জেলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে লিফলেট তুলে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের তরফে। হিন্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাতেও কিছু লিফলেট ছাপানো হচ্ছে। লক্ষ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ভাবে গ্রামবাংলার উন্নয়ন করেছেন সেটা ভিন রাজ্য থেকে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জানানো৷ লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড— মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জনমুখী প্রকল্পগুলি লিফলেটে সাজিয়ে জওয়ানদের হাতে তুলে দেওয়া হবে। জওয়ানরা যাতে নিজেদের রাজ্যে ফিরে গিয়ে বাংলার উন্নয়নের কথা বলতে পারেন।

এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীর জন্য আমরাও বেশি কিছু জায়গায় লিফলেট ছাপিয়ে রেখেছি। হিন্দিতে আছে, ইংরেজিতে আছে সেই লিফলেটে। সেটাই তাদের হাতে তুলে দেওয়া হবে।  লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের যে আর্থিক সুবিধা দেওয়ার হচ্ছে, সেই বিষয়টি লিফলেটে লেখা থাকবে। ছাত্র, যুব, শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জনমুখী প্রকল্পগুলির কথাও সেখানে উল্লেখ করা থাকবে।’’ কুণাল আরও বলেন, ‘‘রাজ্য উন্নয়নের অগ্রগতির মধ্যে দিয়ে চলছে। এই উন্নয়নের ধারাকে তৃণমূল কংগ্রেস যখন অব্যাহত রাখতে চাইছে, তখন বিরোধীরা তাতে বাধা দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী এখানে পাঠানো হচ্ছে। তাই তাঁদের কাছে আমরা রাজ্যের প্রকল্পগুলি তুলে ধরা হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *