tmc
কলকাতা: রেশন দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি৷ কিন্তু সেখানে স্থানীয়দের রোষের মুখে পড়তে হয় তাঁদের৷ মাথা ফাটে ইডি অফিসারের৷ তাঁদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়৷ এই ঘটনায় ইডি-রই প্ররোচনা দেখছে তৃণমূল৷ দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, “সন্দেশখালিতে যা ঘটেছে তা উদ্বেগজনক। এমনটা না হলেই ভাল হত। কিন্তু বুঝতে হবে কেন এমনটা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় এজেন্সি বেছে বেছে রোজ তৃণমূল নেতাদের বাড়ি পৌঁছে যাচ্ছে। সঙ্গে নিয়ে যাচ্ছে সংবাদমাধ্যমের একাংশকে। তার পর সেখানে গিয়ে প্ররোচনা দিচ্ছে।” কুণালের অভিযোগ, ‘‘কেন্দ্রীয় এজেন্সির এহেন রাজনৈতিক হানাদারির ঘটনায় সঙ্গে সংবাদমাধ্যমের একাংশেরও যোগসাজশ রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে। এটা তারাই প্রতিক্রিয়া। সাধারণ মানুষ তাদের অসন্তোষ প্রকাশ করছে।”