মানুষ মারছে CRPF, এর জবাব কে দেবে? কমিশনকে তীব্র নিন্দা তৃণমূলের

মানুষ মারছে CRPF, এর জবাব কে দেবে? কমিশনকে তীব্র নিন্দা তৃণমূলের

কলকাতা: চতুর্থ দফায় শুরু হয়েছে রক্তের হোলি খেলা৷ ভোট সন্ত্রাসের চরম সাক্ষী কোচবিহারের মাথাভাঙা৷ আজ সকালে মাথাভাঙা এক নম্বর ব্লকে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে এক যুবকের মৃত্যু হয়৷ আহত হন ৩ জন৷ এর পর এই  শীতলকুচিতেই ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় তিন তৃণমূল কর্মীর৷ আহত এক৷ এই ঘটনার পরেই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনরা৷ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দোলা৷ 

আরও পড়ুন- ‘সাহস করে পুরো অডিও দিন!’ প্রশান্তের ফের দাবি, ১০০ পার করবে না বিজেপি

তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী তাদের সীমা লঙ্ঘন করছে৷ ভোটারদের সঙ্গে অন্যায় করা হচ্ছে৷ অথচ কেন্দ্রীয় বাহিনীর অন্যায়ের প্রতিবাদ করায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দু’বার শোকজ করা হয়েছে৷ কেন্দ্রীয় বাহিনী নির্বিচার গুলি চালিয়ে কোচবিহারের মাথাভাঙায় মানুষ খুন করছে৷ এর জবাব কে দেবে? বাংলার মানুষ নির্বাচন কমিশনকে শোকজ করছে৷ ভোট চলাকালীন আইন শৃঙ্খলার এই পরিণতির জন্য সাধারণ মানুষ হিসাবে নির্বাচন কমিশনের কাছে জবাব চাই৷ এই শোকজের জবাব দিক কমিশন৷ আমরা কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে তীব্র নিন্দী জানাচ্ছি৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + twelve =