তৃণমূলের প্রার্থী হতে চান? সুবর্ণ সুযোগ পেতে করুন আবেদন! খোলা আছে ড্রপ বক্স!

দলবদলের হাওয়ায় ঘাসফুল কি খালি? প্রার্থীর খোঁজে এবার ভবনে ড্রপ বক্স বসালো তৃণমূল! এর আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বসানো থাকত এই বক্স৷

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে দলবদলের যে কালো মেঘ দেখা দিয়েছে শাসক শিবিরের আকাশে, তাতে রীতিমতো বিপর্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূল কংগ্রেসের এই দুর্বলতার সুযোগকেই কাজে লাগিয়ে জোরকদমে প্রচারে নেমেছে বিজেপি। এমনকি পিছিয়ে নেই বাম-কংগ্রেস জোটও। এমতাবস্থায় ক্ষমতা ধরে রাখতে মরিয়া ঘাসফুল শিবির এবার প্রার্থী বাছাইয়ে নিল অভিনব উদ্যোগ। 

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার ইচ্ছে আছে কি? প্রার্থী সন্ধানের উদ্দেশ্যে এবার ড্রপ বক্সের মাধ্যমে আবেদন গ্রহণের ব্যবস্থা নিয়েছে শাসকদল। অর্থাৎ প্রার্থী হতে ইচ্ছুক থাকলে এবার তৃণমূল ভবনের সামনে রাখা ড্রপ বাক্সের মধ্যেই নিজের নাম জানিয়ে আবেদন করতে পারবেন যে কেউ। জানা গেছে, সম্প্রতি তৃণমূল ভবনের সামনে এই প্রার্থী বাছাইয়ের বাক্স ছাড়াও বসানো হয়েছে দলের তহবিলে অর্থ সংগ্রহের বাক্সও। ভোটের মুখে এহেন উদ্যোগকে বাঁকা চোখেই দেখছে বিরোধী শিবির। 

বস্তুত, প্রার্থী হওয়ার জন্য আবেদন জানানোর এই ড্রপ বক্স এর আগে বসানো থাকত কালীঘাটে দলনেত্রীর বাড়ির সামনে। এই প্রথম সেই বাক্স বসানো হয়েছে তৃণমূল ভবনের সামনে। ভোটের আগে দলের প্রচারে নতুন স্লোগানও প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। “বাংলার নিজের মেয়েকেই চাই”, এই স্লোগান পরিচিত মহলে ইতিমধ্যেই লাভ করেছে জনপ্রিয়তা। একের পর এক দলীয় নেতার পদত্যাগ তথা দলত্যাগের কারণেই কি ভোটের আগে ড্রপ বক্সের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের চেষ্টা করা হচ্ছে? রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন। 

অবশ্য ড্রপ বক্সে আবেদন জমা দেওয়ার মাধ্যমে প্রার্থী খোঁজার ইতিহাস একা শাসকদলের নয়। এর আগে বিজেপির তরফেও নেওয়া হয়েছিল এই উদ্যোগ। গত ডিসেম্বর নাগাদ কলকাতায় মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির দফতরে রাখা রয়েছিল অনুরূপ ড্রপ বক্স। বলা হয়েছিল যাঁরা শাসকদলের বিরোধিতা করতে চান, বিজেপির ড্রপ বক্সে প্রার্থী হওয়ার আবেদন জমা দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + nine =