কলকাতা: পশ্চিমবঙ্গে প্রথম দফা নির্বাচনে জেলায় জেলায় তুমুল অশান্তিকে কেন্দ্র করে জারি রাজনৈতিক তরজা। এদিন সকাল থেকেই রাজনৈতিক দলগুলির আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম হয়ে উঠেছিল পরিস্থিতি। উত্তাপের এই আবহেই এবার ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
বুথে পোলিং এজেন্ট বসানোর দীর্ঘদিন ব্যাপী প্রতিষ্ঠিত এক নিয়মকে বিজেপির অনুরোধে রাতারাতি বদলে ফেলেছে কমিশন, এদিন ঘাসফুল শিবিরের তরফে এমনটাই অভিযোগ আনা হয়েছে। নির্বাচন কমিশনকে ঠুকে শনিবার তৃণমূল ভবন থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল শাসকদল। আর সেখান থেকেই পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছেন ঘাসফুল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
ঠিক কী অভিযোগ আনা হয়েছে? জানা গেছে, বুথে সাধারণত পোলিং এজেন্ট হিসেবে বসে থাকেন ওই বুথ কিংবা নিকটস্থ কোনো বুথের বাসিন্দাই। দীর্ঘদিন ধরেই এই নিয়ম প্রচলিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি এই নিয়মের বদল চেয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বাইরে থেকে পোলিং এজেন্ট নিয়ে এসে বুথে বসানোর জন্য গেরুয়া শিবিরকে অনুমতিও দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। কমিশনের এই আচরণ যে ভালো চোখে দেখছে না তৃণমূল তা বলাই বাহুল্য।
বস্তুত, বিজেপির বুথ ভিত্তিক লোক নেই বলেই বাইরে থেকে, এমনকি অন্য রাজ্য থেকে লোক এনে বুথে বসাতে চায় তাঁরা, এদিন সাংবাদিকদের সামনে তেমনটাই জানান তৃণমূল নেতা। দীর্ঘদিনের প্রচলিত নিয়ম সব দলের সঙ্গে আলোচনা না করেই কীভাবে বদলে ফেলা হল সে প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর কথায়, “বিজেপি যেহেতু কেন্দ্রে ক্ষমতায় আছে, তাই তার সঙ্গে কমিশনের আলাদা বোঝাপড়া। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।” উল্লেখ্য, এর আগেও একাধিক বার গেরুয়া শিবিরের বিরুদ্ধে ভোটের জন্য বাইরে থেকে লোক অন্য অভিযোগ তুলেছে তৃণমূল।