উত্তরের জমি ‘শক্ত’ হতেই ২১ জুলাই উত্তরবঙ্গ থেকে ধর্মতলায় রেকর্ড জমায়েতের লক্ষ্যে তৃণমূল

উত্তরের জমি ‘শক্ত’ হতেই ২১ জুলাই উত্তরবঙ্গ থেকে ধর্মতলায় রেকর্ড জমায়েতের লক্ষ্যে তৃণমূল

কলকাতা: পাঁচ বছর আগে চিত্রটা ছিল অনেকটাই আলাদা৷ ২০১৯ সালের লোকসভা ভোট থেকে উত্তরবঙ্গে আলগা হতে শুরু করেছিল তৃণমূলের ভিত। ২০২১ সালের বিধানসভা ভোটেও সেই ধারার তেমন বদল ঘটেনি। কিন্তু সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল৷  কোচবিহার থেকে মালদহ, হারানো জমি অনেকটাই পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে শাসক শিবির। ফিরে পাওয়া সেই জমি থেকেই ২১ জুলাইয়ের সমাবেশে রেকর্ড জমায়েত করার পরিকল্পনা নিল তৃণমূল কংগ্রেস।

সংখ্যালঘু, রাজবংশী থেকে চা-বাগানের আদিবাসী মহল্লা- এলাকা ধরে ধরে ধর্মতলার সমাবেশে জমায়েতের পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস। দলের প্রথম সারির নেতাদের কথায়,  মঙ্গলবার থেকেই ধর্মতলার উদ্দেশে রওনা দিতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ৷ বুধ এবং বৃহস্পতিবারও ধাপে ধাপে জড়ো হবেন দলের কর্মী-সমর্থকেরা। মঙ্গলবার ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের পর কর্মী-সমর্থকদের মনে বাড়তি উৎসাহ রয়েছে। এ বারের ২১ জুলাই উত্তরবঙ্গ থেকে রেকর্ড জমায়েত হতে চলেছে।’’ 

উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসার অন্যতম পথ রেল। বাস অথবা গাড়িতেও আসা যায়। উত্তরবঙ্গের নেতাদের বক্তব্য, বেশির ভাগ মানুষই ট্রেনে চেপে যাবেন। মঙ্গলবার থেকেই তিস্তা-তোর্সা, কাঞ্চনকন্যা, সরাইঘাট, হলদিবাড়ি এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেন ধরতে শুরু করেছেন দলের কর্মী-সমর্থকেরা৷ বৃহস্পতিবার সকালে নিউ আলিপুরদুয়ার থেকে একটি বিশেষ ট্রেন রওনা দেবে। ওই ট্রেনটি কার্যত ‘২১ জুলাই এক্সপ্রেস’-এর রূপ নেবে। তা ছাড়া, মালদহ এবং দুই দিনাজপুরের জমায়েতের একটি বড় অংশ বাসে ও গাড়িতে চেপে কলকাতায় আসবে৷ মঙ্গলবার দুপুরে কলকাতায় পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 4 =