তৃণমূল আর দিদির নয়! নেত্রীর বিরুদ্ধে ‘অনাস্থা’ বিধায়কের

তৃণমূল আর দিদির নয়! নেত্রীর বিরুদ্ধে ‘অনাস্থা’ বিধায়কের

কোচবিহার: ইস্তফা আগেই দিয়েছিলেন৷ দলের বিরুদ্ধে প্রকাশ্যে করেছিলেন বিদ্রোহ৷ এবার আরও এক ধাপ এগিয়ে খোদ দলনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী৷ ফেসবুকে দীর্ঘ পোস্ট করে দল ও নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক৷

মঙ্গলবার সকালে ফেসবুকে তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী লেখেন, ‘‌‘আমার দল আর আমার নেত্রীর হাতে নেই৷ অর্থাৎ এই দল আর আমার নয়৷ এই দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাটা কি স্বাভাবিক নয়?’’ ফেসবুকে দীর্ঘ পোস্টে সরাসরি নেত্রীর দিকে আঙুল তুলেছেন মিহির৷ ফেসবুকে তাঁর দাবি, ‘‘দল থেকে অব্যাহতি নেওয়ার ৬ সপ্তাহ কেটে গিয়েছে৷ দীর্ঘ ৪৩ দিনেও নেত্রীর থেকে কোনও আমি পায়নি৷ এখনও পর্যন্ত বহিষ্কারের কোনও নির্দেশ আসেনি৷’’ ফেসবুক পোস্টে তাঁর দাবি, ‘‘এই মুহূর্তে দলের ক্ষমতা এখন দলনেত্রীর হাতে নেই৷ তৃণমূল আর দিদির নয়৷’’

২২ বছর তৃণমূলে কাটিয়ে ফেসবুক পোস্টে বিধায়ক লিখেছেন, ‘‘বহুকাল পরে এবার নিস্প্রভ দীপাবলী দাখলাম৷ মন বিষণ্ণ হয়ে গেল৷ বিস্মিত হয়ে যাই, যখন দেখি, দলের অভিধানে সম্মান বলে কোনও শব্দের অনুপস্থিত হয়৷’’ গত ২ অক্টোবর কোচবিহার জেলা তৃণমূলের ব্লকে নতুন কমিটি গঠন ঘিরে ক্ষুব্ধ হন বিধায়ক৷ প্রকাশ্যে ভোটগুরু প্রশান্ত কিশোরকে কটাক্ষ করেন৷ এরপর ২৯ অক্টোবর বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক চলে যান তৃণমূল বিধায়কের বাড়ি৷ পরদিন দু’ই মন্ত্রী বাড়ে গিয়েও দেখা পাননি বিধায়কের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 14 =