কলকাতা: উপস্থিতি বাধ্যতামূলক করা সত্ত্বেও আজ বিধানসভায় কয়েকজন তৃণমূল কংগ্রেস বিধায়কের অনুপস্থিতিকে কেন্দ্র করে নতুন জল্পনা দানা বেঁধেছে। এইসব বিধায়কদের অধিকাংশই সম্প্রতি প্রকাশ্যে দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, বালির বহিস্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া, দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দেওয়া উত্তরপাড়ার তৃণমূল প্রবীর ঘোষাল অনুপস্থিতির তালিকায় রয়েছেন। যদিও দল ত্যাগের কথা ঘোষণা করেও পরে দলে ফিরে আসা আসানসোলের তৃণমূল কংগ্রেস বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সভায় উপস্থিত রয়েছেন। উল্লেখ্য, আজ বিধানসভায় তিন কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে আনা সরকারি প্রস্তাবের ওপর আলোচনার দিনে সভায় উপস্থিত থাকা বাধ্যতামূলক করে তৃণমূল কংগ্রেস তার বিধায়কদের উদ্দেশে হুইপ জারি করেছে।
‘বিদ্রোহী’ তৃণমূল কংগ্রেস বিধায়করা যে অধিবেশনে উপস্থিত থাকবেন না তার আন্দাজ আগে থেকেই করেছিল দল। কৃষি আইনের বিরোধিতা নিয়ে প্রস্তাবের পক্ষে সকলের ভোট চেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষিতে দলের ‘বেসুরো’ বিধায়কদের অধিবেশনে দেখা গেল না। যদিও আসানসোলের তৃণমূল কংগ্রেস বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এদিন বিধানসভা অধিবেশনে উপস্থিত ছিলেন, তাকে নিয়ে এখন নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। তবে নিজের ইচ্ছায় দল ত্যাগ করার পর তিনি আবার দলে ফিরতে চেয়েছেন, এখন তিনি দলের সদস্য বলেই দাবি করছেন জিতেন্দ্র তিওয়ারি। যদিও কিছুদিন আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে শিরোনামে ছিলেন তিনি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল তিনি হয়তো শুভেন্দু অধিকারী এবং সুনীল মণ্ডলের মত বিজেপিতে নাম লেখাবেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তা হয়নি।
এ দিকে আগামীকাল দলের সমস্ত সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠক করার কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ বিষয়, ৩০ তারিখ রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একে একে দল ছেড়ে যেভাবে তৃণমূলের সদস্যরা বিজেপিতে নাম লেখাচ্ছে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে দাবি করা হচ্ছে। এই বৈঠক থেকে হয়তো তিনি দলের প্রত্যেক সদস্যের মতিগতি বোঝার চেষ্টা করবেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে আসন্ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরে তৃণমূল কংগ্রেস থেকে আরও অনেকে যোগদান করবেন বিজেপিতে। নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তো আরো বড় দাড়ি করে বলেছেন, ১৬ ফেব্রুয়ারির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পদ্ম ফোটাবেন।