মমতাকে জড়িয়ে অশালীন মন্তব্য অনুপমের, পুলিশে অভিযোগ দায়ের তৃণমূলের

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়'কে উদ্দেশ্য করে 'অশালীন' মন্তব্য করেন। তার জন্য আজ, সোমবার শিলিগুড়ি থানায় তৃণমুলের পক্ষ থেকে অনুপমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। একইসঙ্গে, থানার সামনে অনুপমের গ্রেফতারির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মীরা।

 

কলকাতা: বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘অশালীন’ মন্তব্য করেছেন৷ তার জন্য আজ, সোমবার শিলিগুড়ি থানায় তৃণমুলের পক্ষ থেকে অনুপমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ একইসঙ্গে, থানার সামনে অনুপমের গ্রেফতারির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মীরা।

তৃণমূলের উদ্বাস্তু সেলের মহিলা শাখা বিজেপি সম্পাদক অনুপম হাজরার বিরুদ্ধে সরব হয়েছেন। পাশাপাশি,  উদ্বাস্তু মোর্চার নেতা মুকুল বৈরাগ্য জানান, মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিজেপির নতুন নেতা অনুপম হাজরা যে ধরণের কুরুচিকর মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে৷ তিনি বলেন, ‘আমরা এই ঘটনার উপযুক্ত তদন্ত চাই।’

রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে একটি দলীয় সভায় বিজেপির নতুন নেতা অনুপম হাজরা হাজির হয়েছিলেন। যেখানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘‘বর্তমানে বিজেপি কর্মীরা করোনা ভাইরাসের থেকেও বড় শক্তির সঙ্গে লড়াই করছেন। যাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে করোনার ব্যাপারটি বর্তমানে গৌণ হয়ে পড়েছে।’’ ঠিক এরপরই অনুপম মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে সেই ‘অশালীন’ মন্তব্যটি করেন৷ তিনি বলেন, ‘‘আমার কখনও যদি করোনা সংক্রমণ হয়, তাহলে আমি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব৷’’ কথাটি প্রকাশ্যে আসায় তৃণমূলের কর্মী সমর্থকরা অনুপমের ওপর বেজায় খেঁপে উঠেছেন। পাশাপাশি অনুপমের যথাযথ শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + eight =