‘উনি বিজেপির বাড়িতে খান, বিজেপির ছেলে নিয়ে ঘোরেন!’, মনোরঞ্জন মন্তব্যে পাল্টা প্রাক্তন বিধায়ক

‘উনি বিজেপির বাড়িতে খান, বিজেপির ছেলে নিয়ে ঘোরেন!’, মনোরঞ্জন মন্তব্যে পাল্টা প্রাক্তন বিধায়ক

কলকাতা:  ফের বিস্ফোরক বলাগড়ের তৃণমূল বিধায়ক৷ বিজেপি থেকে ‘গণহারে’ লোক ঢোকানো হচ্ছে তৃণমূলে৷ দলবদলুদের ফেরাতে মানা হচ্ছে না শীর্ষ নেতৃত্বের বাতলে দেওয়া বিধি৷ বিধি মানছেন না তাঁরা কেন্দ্রেরই এক নেতা৷ ফেসবুক পোস্টে বোমা ফাটালেন মনোরঞ্জন ব্যাপারী৷  

আরও পড়ুন- দিলীপের মিছিল ঘিরে পুলিশ ও বিজেপি কর্মীদের সংঘর্ষ! আটক ১৮

বিধায়কের মন্তব্যে চটেছে জেলা নেতৃত্ব৷ শুরু হয়েছে জোড় তরজা৷ মনোরঞ্জনকে পাল্টা বিঁধে প্রাক্তন বিধায়ক বলেন,  ‘কাকে বিজেপি দাগাতে হবে সেটা উনি কি পয়সা নিয়ে ঠিক করে দেবেন?’  এই প্রথম নয়৷ এর আগেও মনোরঞ্জনের পোস্টে অস্বস্তিতে পড়েছে দল৷ বুধবার দলবদলুদের নিয়ে ফের দীর্ঘ পোস্ট করেন তিনি৷ এর পরেই মনোরঞ্জনকে একহাত নেন বলাগড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক অসীম মাজি৷ তিনি বলেন, “উনি বিধায়ক হতেই পারেন৷ তবে  কে দলে আসবে আর কে যাবে, কাকে বিজেপি দাগাতে হবে সেটা উনি কি পয়সা নিয়ে ঠিক করে দেবেন? দল কি ওঁকে তেমন কোনও নির্দেশ দিয়েছে?”

এখানেই থেমে থাকেননি অসীমবাবু৷ বোমা ফিটেয়ে তিনি আরও বলেন,  “উনি বিজেপির বাড়িতে গিয়ে খাচ্ছেন, বিজেপির ছেলে নিয়ে ঘুরছেন। অজয় দে বংশী কে? অজয় দে বংশী তো সিজা কামালপুরের প্রাক্তন সিপিএম প্রধান। সিপিএম ছেড়ে উনি বিজেপিতে গিয়েছিলেন। ওঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও রয়েছে। পাঁচ মাস আগের পরিচয়টা জানুন। উনি তো তাঁকে নিয়েই ঘুরছেন। এসব করে এর আগেও দলকে বিড়ম্বনায় ফেলেছেন বিধায়ক।” 

এদিকে মনোরঞ্জনের দাবি, যে ভাবে গণহারে তৃণমূলে লোক ঢোকানো হচ্ছে, দলীয় নেতৃত্বের তেমন কোনও নির্দেশ নেই৷ তা সত্ত্বেও এমনটা হচ্ছে৷ তিনি এর দায় নেবেন না৷ তিনি এও লিখেছেন, “যাঁরা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন, তাঁদের দলে নেওয়ার  নির্দেশ আমাদের কাছে নেই। তাঁরা যদি আবেদন করেন, সেই আবেদন দলীয় নেতৃত্বের কাছে পৌঁছে দিতে হবে। তাঁরা ঠিক করবেন৷ লোকাল লিডারের কাছে এই ক্ষমতা নেই।’’ তিনি আরও বলেন, “বলাগড়ের যে সকল কর্মী মন প্রাণ দিয়ে খেটে  দলকে জিতিয়েছেন, যাঁরা দিদির অনুগামী, তাঁরা ভয় পাবেন না৷ মনে করবেন না যে ওঁরা দলে অনুপ্রবেশ করে গেলে, আপনারা কোণঠাসা হয়ে যাবেন।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − ten =