‘দেশের ৩০ শতাংশ মুসলিম একজোট হলে চারটে পাকিস্তান হবে’, বিস্ফোরক তৃণমূল নেতা

‘দেশের ৩০ শতাংশ মুসলিম একজোট হলে চারটে পাকিস্তান হবে’, বিস্ফোরক তৃণমূল নেতা

নানুর:  ভোটের প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্যে ফাঁপড়ে তৃণমূল নেতা৷ বুধবার সন্ধ্যায় বীরভূমের নানুর এলাকার বাসাপাড়ায় ভোট প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শেখ আলম৷ তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুললেন বিরোধীরা৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল তাঁর মন্তব্যের ভিডিয়ো৷ 

আরও পড়ুন-  বিজেপির সঙ্গে ডিল নতুন দল এসেছে! নাম না করে আব্বাসদের একহাত মমতার

শেখ আলম বলেন, ভারতের ৩০ শতাংশ মুসলিম একজোট হলে চার চারটে পাকিস্তান তৈরি হবে৷ ফিরে আসতে পারে সূচপুর গণহত্যার স্মৃতি৷  তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমরা সংখ্যালঘুরা ৩০ শতাংশ আর আপনারা ৭০ শতাংশ৷ এই ৭০ শতাংশের লোক নিয়ে ওঁরা ভাবছে দিতে আসবে৷ আমরা ৩০ শতাংশ মুসলাম ইচ্ছা করলে চার চারটি পাকিস্তান করতে পারি৷ তখন কোথায় যাবে এই ৭০ শতাংশ৷’’ তিনি আরও বলেন, ‘‘ তৃণমূল পার্টি অফিসের সামনে যে ভাবে কথা বলা হয়েছিল, আমাদের ছেলেরা ধৈর্য ধরে না থাকলে দ্বিতীয় সূচপুর হতে পারত৷ আমাদের ছেলেদের একবার বললে ৫ মিনিট লাগত না ওই লেকগুলোকে সরিয়ে দিতে৷ কিন্তু আমরা সেটা করিনি৷’’ 

এই মন্তব্যের পরেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এই মানসিকতা তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ যে ভাষায় আজকে কিছু সংখ্যালঘু মানুষ তৃণমূলের পাতাকা হাতে কথা বলছে, সেই ভাষা কাজী নজরুলের নয়৷ এ ভাষা সৈয়দ মুস্তফা আলির, আবুল বাসারের পরম্পরা নয়৷’’ তিনি আরও বলেন, ‘‘এরা বহুত্ববাদকে ধ্বংস করতে চায়৷ ৪৬-এর পরিস্থিতি ফিরিয়ে আনা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে৷ পশ্চিমবঙ্গকে আবার বিভাজনের রাস্তায় নিয়ে যেতে চাইছে৷ বাংলার মাটিতে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দলের পাতাকা নিয়ে যাঁরা বলছে ভারতে ভেঙে চারটে পাকিস্তান বানিয়ে দেবে, তাঁদের চিহ্নিত করে রাখা উচিত বাংলার মানুষের৷ এই কথা মাথায় রেখেই ভোট দেওয়া উচিত তাঁদের৷’’   

আরও পড়ুন- শাহের মঞ্চে উপস্থিত বিজেপি প্রার্থী করোনা আক্রান্ত! সভা চলছেই

বৃহস্তপতিবার সকালে শেখ আলমের বক্তব্যের এই ভিডিয়োটি টুইট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য৷ খোঁচা দিয়ে বলেন, দলের নেত্রীর প্রতি আনুগত্য দেখিয়েছেন শেখ আলম৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + nineteen =