‘আমাকে ভোট না দিলে বন্ধ হবে জল’! প্রচারে নেমেই হুমকি তৃণমূল প্রার্থীর!

ঘটনার কড়া সমালোচনা করেছে বিরোধীরা

হুগলি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বাংলায় কার্যত দ্বিগুণ হয়েছে একুশের নির্বাচনী উত্তাপ। এবারের ভোটে সেলিব্রিটিদের জনপ্রিয়তাকে হাতিয়ার করে বাজিমাত করতে চেয়েছন তৃণমূল সুপ্রিমো। কিন্তু তা করতে গিয়ে দলের অভ্যন্তরেই অশান্তির বীজ বপন করে ফেলেছেন তিনি। একাধিক প্রান্ত থেকে ভোটের টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দলীয় বিধায়করা। কিন্তু এমতাবস্থায় টিকিট পাওয়ার পরেই এক অন্য বিতর্কে জড়িয়ে পড়লেন ঘাসফুল নেতা।

ভোট না দিলে এলাকার জল বন্ধ করে দেওয়া হবে, এদিন এমনটাই হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সদ্য ঘোষিত প্রার্থী তপন দাশগুপ্ত। হুগলির সপ্তগ্রাম থেকে এর আগেও ভোটের টিকিট পেয়েছিলেন তিনি। এদিন প্রার্থী তালিকা ঘোষণার পর প্রথম প্রচারে নামতে দেখা যায় তাঁকে। আর সেখান থেকেই এলাকার মানুষদের উদ্দেশ্যে এই বিতর্কিত হুমকি দিয়ে বসেন তপন দাশগুপ্ত।

ঠিক কী বলেছিলেন শাসকদলের এই নেতা তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী? সূত্রের খবর, এদিন প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “যেখান থেকে আমি ভোট পাবো না, বুথ দেখবো, লাইন বন্ধ করে দেবো। লাইনও যাবে না, জলও যাবে না।” শুধু তাই নয়, এরপর বিজেপিকে দিয়েই সব কাজ করাতে হবে বলেও ভয় দেখান তিনি। বলা বাহুল্য, ভোটের আগে এহেন হুমকির কথা জানাজানি হতেই শুরু হয়েছে শোরগোল। সোশ্যাল মিডিয়ায় এদিন একটি ভিডিওর মাধ্যমে তপন দাশগুপ্তের এই হুমকি ভাইরাল হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে বিরোধীরা।

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এদিন বলেন, “তপন দাশগুপ্তের মতো নেতাকে যখন এধরণের হুমকি দিতে হচ্ছে, তখন বুঝে নিতে হবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে তৃণমূল। শিয়রে হার দেখতে পাচ্ছেন তিনি। তাই এমন বেপরোয়া হয়ে উঠেছেন।” সমালোচনা করতে ছাড়েননি কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। তাঁর কথায়, “এটাই তৃণমূল। এখন বাংলার মানুষ ঠিক করুক সভ্য ভদ্রদের সরকার হবে নাকি গুণ্ডা মস্তানদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *