কলকাতা: একুশের নির্বাচনের আগেই ঘর ভেঙেছিল তাঁর৷ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে বিচ্ছেদের মামলা গড়িয়েছিল আদালতে৷ দীর্ঘ দিন ধরে চলা সেই বিবাহবিচ্ছেদের মামলা গত ১৬ জানুয়ারিই শেষ হয়েছে। এর কয়েকদিন পরেই হাতে এসেছে আইনি কাগজ৷ তবে সেই কাগজ হাতে পাওয়ার পর মাসও ঘুরতে পারল না৷ তার আগেই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করে ফেললেন সুজাতা৷ সেরে ফেললেন প্রাক্বিবাহ (প্রি-ওয়েডিং) শুটিংয়৷ সেখানে সিঁথিতে সিঁদুরও পরলেন তিনি৷ যদিও সেই সিঁদুর যে বিয়ের নয়, প্রথমসারির এক সংবাদমাধ্যমকে সে কথা স্পষ্ট জানিয়েছেন সৌমিত্রর প্রাক্তন৷ তিনি বললেন, ‘‘আর কয়েকটা দিন অপেক্ষা করুন। তার পরেই সব জানিয়ে দেব।’’
মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন সুজাতা। সেখানে কনের সাজে দেখা যায় তাঁকে। পিছনে বাজছিল বাংলাদেশের জনপ্রিয় গান- ‘তুই আমার জীবন, তুই ছাড়া মরণ…’। এই ভিডিয়ো খুব দ্রুতই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ শুরু হয় জল্পনা। এই বিষয়ে জানার জন্য সুজাতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সংবাদমাধ্যম৷ জানতে চাওয়া হয়, সত্যিই কি তিনি বিয়ে করছেন? প্রশ্ন শুনে সুজাতা বলেন, ‘‘এখন এর বেশি কিছু বলব না।’’ কিন্তু, পাত্র কে? সুজাতার জবাব, ‘‘একটু অপেক্ষা করুন। কয়েক দিন পরেই সব জানিয়ে দেব। তবে এটা নিশ্চিত থাকুন, তিনি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন।’’ ফেসবুকে পোস্ট করা ওই ভিডিয়ো কি প্রাক্বিবাহ শুটিংয়েরই একটা অংশ? সুজাতা বলেন, ‘‘ওই রকমই কিছু।’’
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই সৌমিত্র খাঁ-এর সঙ্গে বিয়ে হয় সুজাতার। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি’র প্রার্থী হন তৃণমূলত্যাগী সৌমিত্র৷ কিন্তু, একটি মামলার প্রেক্ষিতে তাঁকে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেয়নি আদালত। সেই সময় সৌমিত্রর হয়ে ময়দানে নামেন তাঁর স্ত্রী৷ সৌমিত্রকে বিষ্ণুপুর থেকে জেতানোর মূল কারিগর ছিলেন সুজাতাই৷ পরবর্তীতে সে কথা নিজেও স্বীকার করেছেন সৌমিত্র। কিন্তু পরিস্থিতি বদলে যায় একুশের নির্বাচনের আগে৷ ২০২০ সালের ডিসেম্বর মাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা। এর পরেই চোখে দল নিয় সংবাদমাধ্যমের সামনে হাজির হন সৌমিত্র খাঁ৷ জানিয়ে দেন, সুজাতার সঙ্গে আর কোনও সম্পর্ক রাখবেন না তিনি। এর পরেই আদালতের দ্বারস্থ হন সৌমিত্র৷ সুজাতার সঙ্গে পাকাপাকি ভাবে বিচ্ছেদের আবেদন জানান বিজেপি সাংসদ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>