‘জাত গোখরোকে রুখতে কার্বলিক অ্যাসিড তৈরি’, মিঠুনকে একহাত সায়নীর

‘জাত গোখরোকে রুখতে কার্বলিক অ্যাসিড তৈরি’, মিঠুনকে একহাত সায়নীর

কলকাতা: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট৷ নির্বাচনকে পাখির চোখ করে জেলায় জেলায় কর্মীদের চাগিয়ে তোলার কাজে নেমেছেন বিজেপি’র তারকা নেতা মিঠুন চক্রবর্তী৷ যিনি আবার নিজেকে ‘জাত গোখরো’ বলে পরিচয় দেন৷ এহেন নেতাকে এবার একহাত নিলেন যুব তৃমূলের সভানেত্রী সায়নী ঘোষ৷ কটাক্ষ করে বললেন, ‘জাত গোখরোকে ঠেকাতে বাংলার ঘরে ঘরে কার্বলিক অ্যাসিড তৈরি রয়েছে।’

আরও পড়ুন- বছরের শেষ মাসেই শহরে স্বরাষ্ট্রমন্ত্রী, নবান্নে অমিত-মমতা বৈঠক

প্রসঙ্গত,  গত শনিবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের ঝাঁঝরায় বিজেপির জনসভায় উপস্থিত হয়েছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মিঠুন-সহ জেলা নেতৃত্বরা৷ সেই জনসভা থেকেই তৃণমূলকে আক্রমণ শানিয়ে মিঠুন বলেছিলেন, ‘অবাধ নির্বাচন হলে শুধু পঞ্চায়েত নয়, কালকেই রাজ্যে বিজেপি সরকার গড়বে।’ এর পাল্টা দেন সায়নী৷ নাম না করেই যুবনেত্রী বলেন, ‘সব ধরনের জাত গোখরোদের জন্য বাংলার ঘরে ঘরে কার্বলিক অ্যাসিড তৈরি রয়েছে।’

সায়নী আরও বলেন, ‘এক সময় উনি নকশাল ছিলেন। পরে জ্যোতি বসুকে কাকু বলে বামেদের দলে গিয়েছিলেন। এর পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোন বলে দলে এসেছিলেন। এখন দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীকে বাবা বলছেন।’ মিঠুনের পাশাপাশি একহাত নেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও৷ সায়নী বলেন, ‘‘আগে ২ কোটি চাকরি দিক। সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পাঠাক৷ তারপর লক্ষ্মীর ভাণ্ডারে ২ হাজার টাকা দেবে।’ উল্লেখ্য, এর আগে সুকান্ত বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা মাসে ৫০০ টাকা নয়, লক্ষ্মীর ভাণ্ডারে ২০০০ টাকা করে পাবে৷