Kunal
কলকাতা: হকের চাকরির দাবিতে টানা ১০০০ দিন ধরে আন্দোলন করছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা৷ শনিবার ছিল তাঁদের আন্দোলনের ১০০০তম দিন৷ এদিন ধর্নামঞ্চেই মাথা মুড়িয়ে প্রতিবাদ জানান এক এসএলএসটি মহিলা চাকরিপ্রার্থী। এর পরেই কান্নায় ভেঙে পড়েন তিনি৷ বলেন, চাকরির জন্যই এই আন্দোলন৷ অবিলম্বে তাঁর মতো চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হোক। রাজ্য সরকার তাঁদের পরিস্থিতি বুঝুক। এর পরেই তাঁর সঙ্গে দেখা করতে ধর্মতলার ধর্নামঞ্চে উপস্থিত হন কুণাল ঘোষ৷ তিনি আসতেই ওঠে ‘চোর-চোর’ স্লোগান। এমনকী তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের অন্যতম মুখপাত্রের দিকে উড়ে আসে এক পাটি জুতো৷ যদিও তার পরেও ধর্নামঞ্চ থেকে ফিরে আসেননি কুণাল৷ বরং তাকে আন্দোলনকারীদের সঙ্গেই দেখা যায়। তিনি মঞ্চ থেকে বলেন, ‘‘আলোচনার মাধ্যমেই সমাধান সূত্র বেরিয়ে আসে। আন্দোলন পালিয়ে যাচ্ছে না। গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সকলেরই রয়েছে।’’
কুণাও এও জানান, চাকরিপ্রার্থীদের দাবিদাওয়া সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দু’জনেই অবহিত। এ নিয়ে আলোচনার পথ খোলা৷ আগামী সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের আলোচনায় বসবেন৷ কুণালের সঙ্গে কথা বলার পর চাকরিপ্রার্থীদের একাংশ খুশি৷ তাঁদের সঙ্গে কথা বলার পর কুণাল বলেন, ‘‘কোনও একটি জটিলতার জন্য এসএলএসটি চাকরিপ্রার্থীদের নিটকে রয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন। মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী, সবাই সমস্যার সমাধান চান।’’ কুণাল এও জানান তিনি রাসমনি পাত্রকে চেনেন৷ তবে তিনি কার কথায় মাথা কামালেন, সেটাই দেখতে এসেছেন।’’ তিনি এও জানান, সরকার ভুল করলে প্রায়শ্চিত্য হবে৷