মা দুর্গার হাতে তৃণমূলের পতাকা ধরালেন দলীয় কর্মী, অভিযোগ নিয়ে থানায় ছুটল বিজেপি

মা দুর্গার হাতে তৃণমূলের পতাকা ধরালেন দলীয় কর্মী, অভিযোগ নিয়ে থানায় ছুটল বিজেপি

f5c1ab80b79f00a70b5c8ef5bcddcb0a

গুড়াপ:  ত্রিশূলের বদলে মা দুর্গার হাতে উঠল তৃণমূলের পতাকা! এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের ঝড়৷ সমালোচনায় মুখর বিজেপি৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপের হাসামপুরে। 

আরও পড়ুন- বিবাহিত মেয়েও মৃত বাবা-মায়ের চাকরির অধিকারী, রাজ্যের বিরুদ্ধে রুল জারি হাই কোর্টের, আশায় তিন মেয়ে

ভ্যানে করে প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়ার সময় এই বিতর্কের সূত্রপাত। দেখা যায় ভ্যানে চাপানো দুর্গা প্রতিমার হাতে তৃণমূলের পতাকা৷  ওই কাণ্ডটি করেন গুড়াপের হাসামপুরের বাসিন্দা তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য লক্ষ্মণ মণ্ডল। কেন প্রতিমার হাতে দলীয় পতাকা ধরালেন তিনি? প্রশ্ন শুনে লক্ষ্মণের সাফাই, ‘‘বারোয়ারি পুজোগুলিকে সরকারের তরফে ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে। সেই জন্যেই আজ আমরা পুজো করতে পারছি। দিদি উন্নয়ন করেছেন৷ তাই আমরা প্রতিমার হাতে দলীয় পতাকা দিয়েছি। আমরা চাই, দিদি এই ভাবে উন্নয়নমূলক কাজ চালিয়ে যান।’’ 

যদিও এই ঘটনায় খড়্গহস্ত গেরুয়া শিবির৷ বিজেপি’র হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার বলেন, ‘‘টাকা দিয়েছেন বলেই যা খুশি তাই করবে, সেটা মেনে নেওয়া যায় না। মানুষ তো টাকা চায়নি। উনি দিয়েছেন৷ মায়ের হাতে খড়্গ থাকবে,  তৃণমূলের পতাকা কেন?’’ এই ঘটনায় লক্ষ্মণের বিরুদ্ধে গুড়াপ থানায় অভিযোগও জানিয়েছে বিজেপি। তাদের হুঁশিয়ারি পুলিশ উপযুক্ত পদক্ষেপ না করলে আন্দোলন হবে৷ 

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দিলীপ যাদব বলেন,‘‘সংস্কৃতির বাইরে গিয়েও যেমন কিছু করা উচিত নয়, তেমনই সেটা নিয়ে রাজনীতিও করা উচিত নয়। দুটোই বেমানান। এই ধরনের ঘটনা অনেক সময় সংবাদমাধ্যমও কিছুটা উৎসাহিত হয়ে করে। এখন পুজো শুরু হয়ে গিয়েছে৷ তাই এসবে গুরুত্ব না দিয়ে পুজো মণ্ডপ, প্রতিমা,খাওয়া দাওয়া, বস্ত্র বিতরণ এই সব বেশি গুরুত্ব পাওয়া উচিত।’