tmc
কলকাতা: বুধবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় রয়েছে বিজেপি’র সভা৷ সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কলকাতায় শাহী সভার আগে শহরের মুখ ঢাকল পোস্টার-ব্যানারে৷ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমাজমাধ্যম এবং আইটি সেলের উদ্যোগে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেই পোস্টার এবং ব্যানারগুলি লাগানো হয়েছে৷ তাতে লেখা, ‘মোটা ভাই, ভোট নাই’।
প্রসঙ্গত, বাংলায় ‘মোটা’ শব্দের অর্থ স্থূকায় ব্যক্তিকে বোঝায়৷ অমিতকে দেখে একঝলকে অনেকেই ভাবতে পারেন, তাঁর চেহারার জন্যই বুঝি এই সম্বোধন৷ যদিও তৃণমূলের তরফে স্পষ্ট বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারার সঙ্গে এই সম্বোধনের কোনও সম্পর্ক নেই। আসলে অমিত শাহ জন্মসূত্রে গুজরাতি। গুজরাতি ভাষায় বড়ভাইকে ‘মোটা ভাই’ বলে সম্বোধন করা হয়। তাই এটা ব্যঙ্গাত্মক নয়, বরং সম্মানজনক সম্বোধন৷ অনেকেই বলছেন, এর মধ্যে যেমন খোঁচা রয়েছে, তেমনই ‘আইন বাঁচানো’ও রয়েছে। এই ব্যানার বেশ বুদ্ধিমত্তার সঙ্গেই করা হয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত৷