নন্দীগ্রাম: ভোটের আগে অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম নন্দীগ্রাম৷ এখানে বহিরাগত গুণ্ডা ঢোকানোর অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কমিশনে গেল বিজেপি৷ তাঁদের অভিযোগ, নন্দীগ্রামে অস্ত্র নিয়ে ঘুরছে তৃণমূলের গুণ্ডারা৷
আরও পড়ুন- অভিযুক্তদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নয়! নন্দীগ্রামকাণ্ডে জানালো হাইকোর্ট
বিজেপি’র নালিশ, নন্দীগ্রামে শেখ সুফিয়ান সহ ১৪ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তারা ঘুরে বেড়াচ্ছে৷ তাদের দাবি, অবিলম্বে তৃণমূলের এই গুণ্ডাদের জেলে ভরতে হবে৷ অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিজেপি’র বহিরাগত গুণ্ডারা৷ তাদের ভয় দেখানো হচ্ছে৷ এর বিরুদ্ধে পদক্ষেপ করুক কমিশন৷ অবাধ ও সুষ্ঠ ভোট করার দাবি জানিয়েছেন তিনি৷
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনে নালিশ জানায় বিজেপি৷ তাদের কথায়, পূর্ব মেদিনীপুরের তিন বিধানসভা কেন্দ্রে ১৪৪ ধারা লাগু করা হয়েছে৷ হলদিয়া, নন্দীগ্রাম এবং মহিষাদলে ১৪৪ ধারা লাগু করা হলেও, নন্দীগ্রামে তা মানা হচ্ছে না৷ এখানে তৃণমূলের গুণ্ডারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে৷ নির্বাচন কমিশনের কাছে লিখিত ভাবে সেই অভিযোগই জানানো হয়েছে৷ তারা আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রতিনিধি শেখ সুফিয়ানের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে৷ তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট থেকে রিলিফ নিয়েছে৷ তবে একটি মামলায় এখনও রিলিফ পাননি শেখ সুফিয়ান৷ শুধু শেখ সুফিয়ানই নয়৷ আরও ১৪ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে৷ তাঁদের অবিলম্বে আটক করতে হবে৷’’
আরও পড়ুন- ক্ষমতার অপব্যবহারের অভিযোগ! অ-বিজেপি দলের নেতাদের চিঠি মমতার
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নন্দীগ্রামে নির্বাচন কমিশন কেন এমন করছে? এ বিষয়ে দিল্লির সঙ্গে কথা বলা হবে। গুন্ডারা গুন্ডামি করে বেড়াচ্ছে। বিজেপি যা বলছে তাই করছে। ওরা ম্যাচ হেরে গিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমি সমস্ত নিয়ম মেনে চলছি। তাহলে অন্য কেউ এখনও কী করে প্রচার করতে পারে? মানুষ ভোট দিতে যাবে। মানুষ নিজের ভোট বুঝে নেবে। আমি সবটাই জানি৷ যতই ট্রান্সফার করুক, কিছুই হবে না। যতই চেষ্টা করুক, ওরা হারবেই। আমরা কমিশনের থেকে কোনও ফেভার চাইনি। আমরা শুধু অবাধ ও সুষ্ঠ নির্বাচন চাইছি।’’