বান্দোয়ান: শুরু হয়ে গেছে বঙ্গ ভোটের মহারণের প্রথম পর্ব। প্রথম দফায় আজ রাজ্য জুড়ে পাঁচ জেলায় মোট ৩০ আসনে চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় আসছে অশান্তির খবর। কোথাও ইভিএম কারচুপির ঘটনায় অভিযোগের সুর চড়াচ্ছে শাসকদল, তো কোথাও তৃণমূলের বিরুদ্ধেই উঠছে রিগিংয়ের অভিযোগ। এই উত্তপ্ত আবহেই এবার তৃণমূলের বিরুদ্ধে আরো এক অভিনব অভিযোগ নিয়ে আক্রমণ শানাল, গেরুয়া দল বিজেপি।
বুথ ফেরত ভোটারদের মধ্যে বিলি করা হচ্ছে ছোলা আর মুড়ি, এদিন এমনটাই অভিযোগ উঠেছে পুরুলিয়ার বান্দোয়ানে। ঘটনায় অভিযোগের আঙুল রয়েছে ঘাসফুল শিবিরের দিকে। এর আগেও একাধিক জেলা থেকে অনুরূপ অভিযোগ উঠেছিল। ভোটারদের প্রভাবিত করার জন্যেই যে এই অভিনব ব্যবস্থা, তা বুঝে নিতে অসুবিধা হয় না। শুধু গ্রামবাসীদের মধ্যে ছোলা মুড়ি বিতরণই নয়, সেই সঙ্গে তৃণমূলকে ভোট দেওয়ার কথাও বলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে শাসকদল। জনগণকে কোনো কারণ ছাড়াই ছোলা মুড়ি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঘাসফুল কর্মীরা। এদিকে সাধারণ গ্রামবাসীর কথায়, “ভোট দেওয়ার জন্য ছোলা মুড়ি নিয়েছি। তৃণমূলকে ভোট দিতে বলেছে।” নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও এই ধরণের কাজ কেন করা হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই উঠে গেছে প্রশ্ন। ঘটনার বিরোধিতায় সামিল হয়েছে বিজেপি। তবে অন্যান্য এলাকায় অনুরূপ অভিযোগ উঠতে দেখা গেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধেও।