tmc
কলকাতা: তিনি সন্দেশখালি গিয়েছেন৷ অথচ চোপড়ায় কেন যাচ্ছেন না? এই প্রশ্ন তুলেই বৃহস্পতিবার রাজভবনে পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল। দিন কয়েক আগে উত্তর দিনাজপুরের চোপড়ায় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছিল চার শিশুর৷ এই ঘটনা প্রসঙ্গে কথা বলতেই বৃহস্পতিবার সকালে বিধানসভা থেকে বেরিয়ে সোজা রাজভবনে যায় তৃণমূলের একটি প্রতিনিধি দলটি। ওই দলে রয়েছেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য-সহ মোট ন’জন।
রাজভবনে ঢোকার আগে চোপড়ার ঘটনা নিয়ে ক্ষোভ উগরে কুণাল বলেন, “বিএসএফের জন্য চারটি শিশুর মৃত্যু হয়েছে৷ এদিকে রাজ্যপাল এ দিক, ও দিক যাচ্ছেন, কিন্তু উনি চোপড়া কেন যাচ্ছেন না? সেখানে গিয়ে দেখুন কী পরিস্থিতি।”