কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে জোর কদমে চলছে ভোট প্রস্তুতি। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে সাজো সাজো রব। ইতিমধ্যে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করে দিয়েছে কমিশন, কিন্তু এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি কোনো দলই। এমতাবস্থায়, আজ শুক্রবার অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাসফুলের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন।
তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী তালিকায় অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে জোর দেওয়া হবে তারুণ্যের দাপটকেও। দলের সুপ্রিমো সেভাবেই তালিকা প্রস্তুত করেছেন বলে শোনা যাচ্ছে সূত্রের খবরে। জানা গেছে, যাঁরা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদের দায়িত্ব সামলাচ্ছেন তাঁদের অনেকের নামই থাকছে আজকের তালিকায়। তবে আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বদলও। যুবদের পাশাপাশি মহিলা প্রার্থীদের বিষয়টিতেও দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। ছক ভেঙে এবার ঘাসফুল তালিকায় কারা জায়গা করে নিচ্ছেন? আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে।
তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় থাকছে ত্রিণাঙ্কুর ভট্টাচার্য, সুদীপ রাহা, গৌতম ভট্টাচার্য, জয়া দত্ত, কোহিনূর মজুমদারের নাম। এছাড়া জায়গায় জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটানো দেবাংশু ভট্টাচার্যকেও এবারের প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হতে পারে। তবে বয়সজনিত কারণে শেষ পর্যন্ত ভোটে নাও দাঁড়াতে পারেন দেবাংশু। এছাড়া থাকতে পারেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী কিংবা তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর নাম। টিকিট পেতে পারেন কলকাতা পুরসভার তৃণমূল কো-অর্ডিনেটরদের মধ্যে অতীন ঘোষ, দেবাশীষ কুমার।
ঘাসফুলের পতাকা হাতে এবারের বড় চমক হতে চলেছেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বেহালায় প্রাক্তন মেয়রের বিপরীতেই রাখা হবে তাঁকে। এছাড়া বাজিমাত করতে পারেন টলিউড তারকারাও। রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয় তারকাদের এবার তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হয়েছে। থাকবেন ২০১৬ সালের প্রার্থী সোহম চক্রবর্তীও। এছাড়া ক্রিড়াজগত থেকে ঘাসফুল হাতে ভোটে দাঁড়াবেন মনোজ তিওয়ারি এবং ফুটবলার সৌমিক দে। প্রাক্তন বাম রাজনীতিবিদ লগন দেও সিংও পেতে পারেন একুশের টিকিট। উল্লেখ্য, আজ তৃণমূল ছাড়াও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি এবং বাম-কংগ্রেস আইএসএফের সংযুক্ত মোর্চা। সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।