কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে ক্রমশ চড়ছে ভোট উত্তাপের পারদ। একদিকে যেমন নীল বাড়ি দখলের লড়াইয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে বিজেপি, অন্যদিকে তেমনই ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও। এমতাবস্থায় ভোটমুখী বাংলায় নতুন বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ আনল শাসক শিবির।
মন্দিরে মন্দিরে ধূপকাঠি আর দেশাইয়ের সঙ্গে বিজেপি নেতাদের ছবি বিলি করছে গেরুয়া শিবির, এদিন এমনটাই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ পত্রও দেওয়া হয়েছে বলে জানা গেছে সূত্রের খবরে। পত্রে লেখা হয়েছে কলকাতার শ্যামপুকুর, জোড়াসাঁকোর একাধিক মন্দিরে পুজো দিতে আসা ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতীক সম্বলিত ধূপকাঠি এবং দেশাইয়ের বাক্স। সেই সঙ্গে শীর্ষ বিজেপি নেতাদের ছবিও বিলি করা হচ্ছে বলে জানানো হয়েছে। তৃণমূলের অভিযোগে এখন নতুন করে অস্বস্তিতে পড়েছে গেরুয়া দল।
আগামী ২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে আট দফার দীর্ঘ বিধানসভা নির্বাচন। ভোটমুখী বাংলার বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারের ছবি সামনে আসছে মুহুর্মুহু। সেই সূত্রেই বিজেপির ভোট প্রচারের অভিনব এই কৌশলও নজরে এসেছে তৃণমূলের। উল্লেখ্য, সামনেই শিব পুজো। ফলে মন্দিরে মন্দিরে এখন পূণ্যার্থী ভক্তদের ভিড় লেগেই আছে। এই সুযোগকেই ভোটের আগে কাজে লাগাতে চেয়েছে গেরুয়া শিবির। বিজেপির এই আচরণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে চিরাচরিত ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম থেকে ভোটে লড়াইয়ের কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে আজই তিনি হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে গিয়ে জমা দিয়েছেন নিজের মনোনয়ন পত্র। একুশের ভোটে এখন কার দিকে ঝোঁকে বাংলা, সেটাই দেখার।