খড়্গপুর: তিনি কেন্দ্রের শাসক দল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি৷ আগে রাজ্যসভাপতিও ছিলেন৷ অথচ সেই দিলীপ ঘোষ যে বুথে ভোট দেন, সেই বুথেই পঞ্চায়েত ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী৷
কুলিয়ানা হল মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের গ্রাম৷ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের এই গ্রামের ২৫ নম্বর বুথে ভোট দেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। অথচ গ্রাম পঞ্চায়েতের মনোনয়ন পর্বে তাঁর বুথে প্রার্থীই দিতে পারেনি গেরুয়া শিবির। মঙ্গলবার ভোট গণনার পর দেখা গেল এই বুথে নির্দল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের শিবানী দেউলী। এই খবর শোনার পর দিলীপের প্রতিক্রিয়া, ‘‘আমরা তো লড়াইয়েই ছিলাম না।’’
মনোনয়ন পর্বেই দিলীপের বুথে প্রার্থী দিতে না পারা নিয়ে শাসক দলের টিপ্পনি শুনতে হয়েছিল বিজেপি’কে। তৃণমূল নেতৃত্ব সেই সময় বলেছিলেন, ‘‘মানুষ যে বিজেপির সঙ্গে নেই, সেটা পরিষ্কার হয়ে গিয়েছে৷ কারণ খোদ দিলীপবাবুর গ্রামে তাঁর বুথেই প্রার্থী জোগাড় করতে পারেনি বিজেপি নেতৃত্ব।’’ পঞ্চায়েতে অবশ্য নিজের বুথে ভোট দিতে আসেননি দিলীপ।
বিজেপি অবশ্য কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের ওই একটি আসনেই প্রার্থী দিতে পারেনি। গোপীবল্লভপুর দুই ব্লকের কুলিয়ানা গ্রামপঞ্চায়েতের ১৩টি আসনের মধ্যে কুলিয়ানা সংসদে রয়েছে দু’টি বুথ। এর মধ্যে কুলিয়ানার বুথ নম্বর ২৫-এই ছিল না বিজেপি প্রার্থী। বাকি বুথগুলিতে অবশ্য বিজেপি প্রার্থী দিতে পেরেছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ভোট গণনায় দেখা গিয়েছে, শুধু ২৫ নম্বর বুথে নয়, ২৪ নম্বর বুথেও জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী৷