ফের ধাক্কা! অপসারিত তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর IPS স্বামী

ফের ধাক্কা! অপসারিত তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর IPS স্বামী

 

কলকাতা:  আশঙ্কা আগেই ছিল৷ জমা পড়েছিল অভিযোগ৷ শুরু হয়েছিল প্রস্তুতিও৷ এবার ভোটের মুখে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর স্বামীকে পদ থেকে অপসারণ করল নির্বাচন কমিশন৷ তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর স্বামী হাওড়া গ্রামীণের পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন৷ তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ স্ত্রী ভোট প্রার্থী হওয়ায় IPS স্বামীকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে৷ ভোটের কোনও কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না৷

নির্বাচন কমিশন আজ মুখ্যসচিবকে চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়েছে, কমিশনে জমা পড়া অভিযোগের ভিত্তিতে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর স্বামী তথা হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে সরিয়ে দেওয়া হচ্ছে৷ তিনি হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না৷ একই সঙ্গে ভোটের কাজে যুক্ত থাকতে পারবেন না৷  হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে সরিয়ে নতুন এসপি হচ্ছেন শ্রীহরি পাণ্ডে৷

কোনও প্রার্থীর আত্মীয় নির্বাচনের কোনও রকম দায়িত্বে থাকতে পারবে না বলে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে৷ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই লাভলি মৈত্রকে নিয়ে আপত্তি জানায় বিরোধীরা৷  রাজ্যে কর্মরত একজন আইপিএসের স্ত্রীকে টিকিট দেওয়া নিয়ে সরগরম হতে থাকে রাজ্য রাজনীতি৷ এর পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন৷ তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর আইপিএস স্বামীকে সরিয়ে দেওয়া প্রক্রিয়া শুরু করার পর আজ আনুষ্ঠানিক ভাবে নির্দেশিকা জারি করেছে কমিশন৷ নির্বাচন কমিশন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে সরিয়ে দেওয়ার নির্দেশ কার্যকর করেছে কমিশন৷ এর আগে কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি চালাচালি প্রক্রিয়া শুরু হয়৷

বিজ্ঞপ্তি কমিশনের

হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্রর স্বামী হওয়ায়, নিয়ম মেনে কমিশন তাঁকে সরিয়ে দিতে পারে বলে মনে করেছিল রাজনৈতিক মহলের একাংশ৷ জাতীয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনি আধিকারিকের দফতরে চিঠি পাঠিয়ে দ্রুত তাঁকে সরানোর প্রক্রিয়া শুরু করে কমিশন৷

স্বামীকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর লাভলি মিত্র নিজে আগেই সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমার একমাত্র পরিচয় আমি পুলিশ সুপারের স্ত্রী হিসাবে কখনই নয়, প্রত্যেকটা মেয়ের একটা নিজস্ব পরিচয় রয়েছে৷ বিজেপি দেশের মেয়েদের নিজস্ব পরিচয়টাই মুছে দিতে চাইছে বলেই এই ধরনের অত্যন্ত নোংরা রুচির রাজনীতি করছে৷ জলনুপুর ধারাবাহিকে অভিনয় করে ইতিমধ্যেই তিনি টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয়৷ সেই জনপ্রিয় মুখকে কাজে লাগিয়ে তৃণমূল তাঁকে প্রার্থী করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + ten =