মেদিনীপুরে তৃণমূলের তারকা প্রার্থী জুন, জানেন কত কোটির মালিক তিনি?

মেদিনীপুরে তৃণমূলের তারকা প্রার্থী জুন, জানেন কত কোটির মালিক তিনি?

 

কলকাতা: একুশের ভোটে তৃণমূলের অন্যতম তারকা প্রার্থী জুন মালিয়া৷ এবার মেদিনীপুর থেকে ভোটে লড়াই করছেন তিনি৷ লড়াই অবশ্যই ত্রিমুখী৷ কিন্তু নজর আটকে জুন মালিয়ার উপর৷ জানেন কি জুন কত কোটি টাকার মালিক?  

আরও পড়ুন-  ভোটের মুখে ফের বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ

ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া৷ সেই সঙ্গে হলফনামও জমা দিয়েছেন তিনি৷ জানিয়েছেন সম্পত্তির খতিয়ান৷ সেই হলফনাম অনুযায়ী, তাঁর কাছে আছে ৫০ গ্রাম সোনার গয়না৷ ব্যাঙ্কে সঞ্চয় প্রায় ২ কোটি টাকা৷ স্বামী-স্ত্রীর মিলিত সম্পত্তি প্রায় সাড়ে ৩ কোটি টাকা৷ ২০১৯-২০ অর্থবর্ষে জুন মালিয়ার মোট আয় ১০ লক্ষ ১ হাজার ৮০ টাকা৷ তাঁর স্বামী সৌরভ চট্টোপাধ্যায়ের মোট আয় ২৭ লক্ষ ৩৭ হাজার ৫৯০ টাকা৷ মনোনয়ন দেওয়ার সময় জুনের হাতে নগদ ছিল ২৫ হাজার টাকা৷ সৌরভ চট্টোপাধ্যায়ের হাতে ছিল ২০ হাজার টাকা৷ জুন মালিয়ার ব্যাঙ্কে রয়েছে ৬১ লক্ষ ২৪ হাজার ২২৬ টাকা৷ তাঁর স্বামীর ব্যাঙ্কে রয়েছে ২৬ লক্ষ ৫৬ হাজার ২১০ টাকা৷ এছাড়াও বন্ড, শেয়ার, মিউচুয়াল ফান্ডে সঞ্চয় রয়েছে জুন ও তাঁর স্বামীর৷ 

হলফনামা অনুযায়ী জুন মালিয়ার একটি গাড়ি আছে৷ যার বর্তমান বাজার মূল্য ৮ লক্ষ টাকা৷ রয়েছে ৫০ গ্রাম সোনার গয়না৷ যার দাম ২ লক্ষ ৩০ হাজার টাকা৷ তবে তাঁর স্বামীর নামে কোনও সোনার গয়না নেই৷ সব মিলিয়ে জুন মালিয়ার মোট অস্থাবর সম্পত্তি ১ কোটি ৬৪ লক্ষ ৫৪ হাজার ৩৯৯ টাকা৷ তাঁর স্বামী সৌরভ চট্টোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৯ লক্ষ ৯৫ হাজার ২১০ টাকা৷ স্বামী-স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৮৪ লক্ষ ৪৯ হাজার ৬০৯ টাকা৷

আরও পড়ুন- মমতার আহত হওয়ার ৯ দিন পর তদন্তভার নিল CID

শুধু অস্থাবর সম্পত্তি নয়, স্থাবর সম্পত্তির পরিমাণও জানিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী৷ হলফনামা অনুযায়ী, স্থাবর সম্পত্তি বলতে জুনের কাছে রয়েছে শুধু ৯৩০ বর্গফুটের একটু ফ্ল্যাট৷ যার বর্তমান বাজার মূল্য ৬০ লক্ষ টাকা৷ তাঁর স্বামীর নামে কোনও ফ্ল্যাট বা বাড়ি নেই৷ কোনও স্থাবর সম্পত্তি নেই সৌরভ চট্টোপাধ্যায়ের৷ স্থাবর ও অস্থাবর মিলিয়ে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৮৪ লক্ষ ৪৯ হাজার ৬০৯ টাকা৷ তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই বলেই জানিয়েছেন তৃণমূল প্রার্থী৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 13 =