ভোট প্রচারে টাকা বিলি তৃণমূল প্রার্থীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

ভোট প্রচারে টাকা বিলি তৃণমূল প্রার্থীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

ধূপগুড়ি:  শনিবার সকাল থেকেই ধূপগুড়িতে শোরগোল৷ এলাকার মানুষের ফোনে ফোনে ঘুরছে একটা ভিডিয়ো ক্লিপ। তাতে দেখা গিয়েছে আকাশি রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। পকেটে তাড়া তাড়া নোট। তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন আরও কিছু মানুষ। তাঁদের কারও হাতে ৫০০ টাকা, কারও হাতে আবার ২০০-৩০০ টাকার নোট ধরিয়ে দিচ্ছেন তিনি৷ কিন্তু হঠাৎ কী হল? কে সেই ব্যক্তি? 

জানা গিয়েছে, ঘটনাটি ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার সোনাখালি মাজারের সামনে৷ শনিবার সকালে সেখানে যান পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দীনেশ মজুমদার। সেখানে উপস্থিত কয়েকজনের হাতে টাকা দিতে দেখা যায় তাঁকে। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজবিকেল.কম৷ 

এই ভিডিয়ো দেখার পর স্থানীয়দের দাবি, পঞ্চায়েতের আগে দীনেশ নাকি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন! এই ভিডিয়ো ভাইরাল হতেই ময়দানে ঝাঁপায় বিজেপি। এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল৷ ধূপগুড়ির বিডিওর কাছেও লিখিত অভিযোগ জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দীনেশ মজুমদার এবছর তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা পরিষদের ৬ নং আসনের প্রার্থী। তাঁর বিরুদ্ধে নির্বাচনী নিয়ম লঙ্ঘন করে টাকার টোপ দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে৷  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *