নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ‘সন্ত্রাসের’ অভিযোগ! কাঠগড়ায় শুভেন্দু

নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ‘সন্ত্রাসের’ অভিযোগ! কাঠগড়ায় শুভেন্দু

নন্দীগ্রাম: বাংলা বিধানসভা নির্বাচনের আজ দ্বিতীয় দফার ভোট। আজ রাজনৈতিক উত্তাপ বাংলায় সবচেয়ে বেশি কারণ নির্বাচন হচ্ছে নন্দীগ্রামে। যেখানে মুখোমুখি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এবং মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই নন্দীগ্রামে ইতিমধ্যেই ভোট উত্তেজনা তুঙ্গে উঠেছে কারণ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ‘সন্ত্রাসের’ অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকরা। এর পাশাপাশি তাদের নিশানায় রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

তৃণমূল কর্মী এবং সমর্থকদের অভিযোগ, সিআরপিএফ শুভেন্দু অধিকারীর অনুগামী হয়ে গেছে। তারা বাড়িতে বাড়িতে ঢুকে বলছে ভোট দিতে যেতে হবে না! একই সঙ্গে তৃণমূলের কর্মী, সমর্থকদের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে যাতে তারা ভোট না দিতে যেতে পারেন। তাদের আরও অভিযোগ, মূলত শুভেন্দু অধিকারী কে সঙ্গে নিয়ে এসে এই ধরনের হুমকি দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলে বলা হচ্ছে, যতক্ষণ তিনি আসেননি ততক্ষণ পরিস্থিতি খারাপ ছিল না। কিন্তু তিনি আসার পর থেকেই কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয় হয়ে গেছে এবং বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এদিকে, আজ ভোট দিয়ে বেরিয়ে মমতাকে শান্ত থাকার উপদেশ দিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করলেন ‘আন্টি’ বলে।

সাতসকালে ভোটদান সারলেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী তথা বর্তমান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কপালে গেরুয়া টিকা, গলায় গেরুয়া উত্তরীয়। ভোট দিয়ে বেরিয়ে একগুচ্ছ সংবাদমাধ্যমের সামনে তিনি বললেন, ‘‘গুন্ডামি করবেন না। আপনি এখন ৬৬ বছরের আন্টি৷ একটু শান্ত থাকুন, একটু সংযত থাকুন৷ তোষণের রাজনীতির পরাজয় হবে, উন্নয়ন জিতবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =