দাঁতনে কেন্দ্রীয় বাহিনীর লাঠি চার্জ! তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৪

দাঁতনে কেন্দ্রীয় বাহিনীর লাঠি চার্জ! তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৪

দাঁতন: শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা। আর আশঙ্কাকে সত্যি করেই ভোটের প্রথম দিনে জেলায় জেলায় বেঁধেছে সংঘর্ষ অশান্তি। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকেও সামনে এল রাজনৈতিক নেতা কর্মীদের তেমনই সংঘর্ষের ছবি।

দাঁতনের মোহনপুর থানা এলাকায় এদিন ভোট চলাকালীন ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকরা। দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। ঘটনায় দুই পক্ষেরই মোট ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছোয় কেন্দ্রীয় বাহিনী। লাঠি চার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করেছেন তাঁরা। 

ঠিক কী ঘটেছিল? জানা গেছে, দাঁতনে এদিন ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূলের এক নেতা। কিন্তু অভিযোগ, তাঁকে ফেরার পথে ঘেরাও করে মারধর করা হয়। মূলত দলীয় এক পতাকা ছেঁড়াকে কেন্দ্র করেই বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপি। পুলিশের সামনেও দেখানো হয় বিক্ষোভ। এরপর ঘটনাস্থলে যায় আধাসেনা।

জানা গেছে, তৃণমূল ও বিজেপির তরফে দু’জনের মাথা ফেটে গেছে। তাঁদের আপাতত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। মোহনপুর থানার ১৪৮ নং ব্লকে এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। নির্বাচনের প্রথম দিনেই জেলায় জেলায় যেভাবে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়েছে তাতে আগামী দিনে আরো সাত দফার নির্বাচনে ঠিক কোন ছবি দেখবে বাংলা, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *