পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল-বিজেপির, বলছে সি ভোটারের সমীক্ষা

পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল-বিজেপির, বলছে সি ভোটারের সমীক্ষা

 

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ নিয়ে শেষ যে সমীক্ষা রিপোর্ট সামনে এসেছে তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভবনা রয়েছে। ৫ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১ লক্ষ ১১ হাজার ২৫৬ জনের সঙ্গে কথা বলে এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা কখনও মেলে, কখনও মেলে না। তবে নির্বাচনে কী হতে চলেছে তার একটা আভাস এই ধরনের সমীক্ষা থেকে পাওয়া যায় বলে রাজনৈতিক মহল মনে করে। সেই জায়গা থেকে সমীক্ষা নিয়ে রাজনৈতিক সচেতন মানুষের বিশেষ আগ্রহ থাকে। প্রকৃত ফলাফল প্রকাশ হবে ৪ জুন। যে সমীক্ষা সি ভোটার করেছে তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে কুড়িটি করে আসনে জিততে পারে তৃণমূল ও বিজেপি। অন্যদিকে কংগ্রেস জিততে পারে দুটি আসনে। এর সঙ্গে বলা হয়েছে বহু কেন্দ্রে ১ থেকে ৩ শতাংশ সুইং হলে ফলাফল বদলে যেতে পারে। এতেই স্পষ্ট কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বাংলায়।
সমীক্ষায় যাদের এগিয়ে রাখা হয়েছে সেই তালিকাটি এরকম:

 

আলিপুরদুয়ার: মনোজ টিগ্গা (বিজেপি)
কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল
মালদা দক্ষিণ: ইশা খান চৌধুরী কংগ্রেস
ঝাড়গ্রাম: প্রণত টুডু বিজেপি
জয়নগর: প্রতিমা মন্ডল তৃণমূল
ঘাটাল: দেব তৃণমূল
মুর্শিদাবাদ: আবু তাহের তৃণমূল
রানাঘাট: জগন্নাথ সরকার বিজেপি
আসানসোল: শত্রুঘ্ন সিনহা তৃণমূল
বাঁকুড়া :  সুভাষ সরকার বিজেপি
ব্যারাকপুর : অর্জুন সিং বিজেপি
বনগাঁ : শান্তনু ঠাকুর বিজেপি
জঙ্গিপুর : খলিলুর রহমান তৃণমূল
কাঁথি : সৌমেন্দু অধিকারী বিজেপি
উলুবেরিয়া : সাজদা আহমেদ তৃণমূল
যাদবপুর : সায়নী ঘোষ তৃণমূল
কোচবিহার:  নিশীথ প্রমাণিক বিজেপি
বারাসত : কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল
বিষ্ণুপুর:  সৌমিত্র খাঁ বিজেপি
আরামবাগ: অরূপকান্ত দিগার বিজেপি
বীরভূম: শতাব্দী রায় তৃণমূল
ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল
কৃষ্ণনগর: মহুয়া মৈত্র তৃণমূল
হুগলি: লকেট চট্টোপাধ্যায় বিজেপি
বহরমপুর: অধীর চৌধুরী কংগ্রেস
কলকাতা দক্ষিণ: মালা রায় তৃণমূল
দার্জিলিং : রাজু বিস্তা বিজেপি
বসিরহাট: হাজী নুরুল ইসলাম তৃণমূল
জলপাইগুড়ি : জয়ন্ত রায় বিজেপি
শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল
বর্ধমান দুর্গাপুর: দিলীপ ঘোষ বিজেপি
বোলপুর : অসিত মাল তৃণমূল
বর্ধমান পূর্ব: শর্মিলা সরকার তৃণমূল
মথুরাপুর: বাপি হালদার তৃণমূল
পুরুলিয়া: জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি
রায়গঞ্জ : কার্তিক পাল বিজেপি
বালুরঘাট: সুকান্ত মজুমদার বিজেপি
মালদা উত্তর: খগেন মুর্মু বিজেপি
তমলুক: অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি
মেদিনীপুর : অগ্নিমিত্রা পাল বিজেপি
দমদম : সৌগত রায় তৃণমূল
হাওড়া:  প্রসুন বন্দোপাধ্যায় তৃণমূল 

 
এই সমীক্ষায় বামেদের কোনও আসন দেখানো হয়নি। তবে কী এবারেও বামেদের ঝুলি শূন্য থেকে যাবে? নাকি সমীক্ষাকে ভুল প্রমাণিত করে তারা একাধিক আসনে জয় ছিনিয়ে নেবে? এই প্রশ্ন উঠছে। বামেদের দাবি বেশ কয়েকটি আসনে তারা জেতার জায়গায় রয়েছে। সব মিলিয়ে সমীক্ষা থেকে এটা অন্তত প্রমাণিত যে, লোকসভা নির্বাচন বাংলায় বেশ জমে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − four =