মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বাম-তৃণমূল সংঘর্ষ, রণক্ষেত্র ডোমকল-লাভপুর

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বাম-তৃণমূল সংঘর্ষ, রণক্ষেত্র ডোমকল-লাভপুর

ডোমকল: বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের রণডঙ্কা৷ শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব৷ শনিবার মনোনয়ন জমাকে কেন্দ্র করেই রণক্ষেত্রের রূপ নিল মুর্শিদাবাদের ডোমকল৷ বাম নেতাকর্মীদের আটকে রেখে তাদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ধন্ধুমার-কাণ্ড বিডিও অফিস চত্বরে। 

এদিন মুর্শিদাবাদের ডোমকল ব্লক অফিসে ঢোকার মুখে বাম কর্মী-সমর্থকদের পথে আটকানো হয়৷ গোটা বিডিও অফিস চত্বর ঘিরে ফেলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা৷ অন্য দিকে তৃণমূলের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে মনোনয়ন জমাকে কেন্দ্র করে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে কাস্তে হাতুড়ি শিবির। এদিকে, বাম-তৃণমূল সংঘর্ষে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ডোমকল থানার পুলিশ।অন্য দিকে, উত্তপ্ত বীরভূমের লাভপুর৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল থেকেই ডোমকল বিডিও অফিস চত্বরে আসতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। সকাল ১০টার মধ্যে ভরে যায় ডোমকল ব্লক অফিস চত্বর৷ সকাল ১১টা নাগাদ মনোনয়ন জমা দিতে পৌঁছন বাম এবং কংগ্রেসের কর্মী-সমর্থকেরা৷ তখনই তাদের আটকানো হয় বলে অভিযোগ। এর পরেই শুরু হয় দু’পক্ষের হাতাহাতি৷