একসঙ্গে ২টি কেন্দ্রের ভোটার শুভেন্দু! কমিশনের দ্বারস্থ তৃণমূল

নির্বাচনী বিধি ভঙ্গের জন্য বিজেপি নেতার প্রার্থী তালিকা বাতিলের দাবিও করেছে তৃণমূল

নন্দীগ্রাম: নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাতিলের দাবিতে দিন কয়েক আগেই কমিশনের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে তুলেছিলেন বিস্ফোরক অভিযোগ। সে দাবি কার্যকর না হলেও এবার ঘাসফুলের তরফে পাল্টা বিপাকে পড়লেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।

একইসঙ্গে দুটি কেন্দ্রের ভোটার হিসেবে তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারীর, এদিন এমনই বিস্ফোরক অভিযোগ এনেছে শাসক শিবির। এই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন ঘাসফুল নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে তাঁরা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি উঠে গেছে ঘাসফুল শিবিরের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে শুভেন্দু অধিকারীর লড়াইকে কেন্দ্র করে এমনিতেই উত্তপ্ত নন্দীগ্রাম। এদিন তৃণমূল কংগ্রেসের নতুন দাবিতে ফের হাইভোল্টেজ এই কেন্দ্রে শুরু হয়েছে শোরগোল।

বস্তুত, গত ১২ মার্চ নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তখনই তিনি জানিয়েছিলেন ভোটার হিসেবে নিজের কেন্দ্র পরিবর্তন করছেন তিনি। অর্থাৎ, এযাবৎ হলদিয়ার যে ২০৯ নম্বর কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি, এখন তা পরিবর্তন করে না ২১০ নম্বর কেন্দ্রে নন্দীগ্রামের ভোটার হয়েছেন শুভেন্দু অধিকারী। নিজেকে নন্দীগ্রামের ভোটার করতে গিয়েই এবার বিতর্কে জড়িয়েছেন গেরুয়া নেতা।

তৃণমূলের অভিযোগ, নতুন ভোটার কার্ড পাওয়া সত্ত্বেও পুরোনো কেন্দ্র থেকে ভোটার তালিকায় এখনও নাম কাটে নি শুভেন্দু অধিকারীর, যা একেবারেই নিয়ম বিরুদ্ধ। দুটি জায়গাতেই এখনও রয়েছে ভোটার হিসেবে তাঁর নাম। তাছাড়া, যে স্থানে গত ৬ মাস বাস করা হয়নি, সেই স্থানের প্রার্থী কীভাবে হতে পারেন শুভেন্দু অধিকারী, এদিন তোলা হয়েছে সেই প্রশ্নও। নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে এদিন শাসকদল জানতে চেয়েছে এহেন নীতিবিরুদ্ধ আচরণের জন্য কেন বিজেপি নেতার প্রার্থী তালিকা বাতিল করা হবে না? সব মিলিয়ে ভোটের আগে তৃণমূল বিজেপি কোন্দলে ফের উত্তাপ ছড়িয়েছে নন্দীগ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 14 =