‘গেট বন্ধ! পুলিশ বলছে আমরা মুক্ত! আমরা কি উড়ে বেরোব?’ থানা চত্বরে প্রশ্ন তৃণমূল নেতৃত্বের

‘গেট বন্ধ! পুলিশ বলছে আমরা মুক্ত! আমরা কি উড়ে বেরোব?’ দিল্লির থানা চত্বর থেকে প্রশ্ন তৃণমূল নেতৃত্বের

tmc

কলকাতা: চার কেন্দ্রীয় এজেন্সি— ইডি, সিবিআই, এনআইএ এবং আয়কর বিভাগ বিজেপির হয়ে কাজ করছে৷ এই অভিযোগ তুলে সোমবার নির্বাচন কমিশনে যায় তৃণমূলের ১০ প্রতিনিধি দল৷ ওই চার সংস্থার প্রধানকে বদলি করতে হবে বলেও দাবি জানায় তৃণমূল৷ কমিশনের দফতর থেকে বেরিয়ে ধরনায় বসেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনরা৷ কিন্তু, তড়িঘড়ি তাঁদের সেখান তুলে দেয় দিল্লি পুলিশ৷

আটক করে নিয়ে যাওয়া হয় নয়াদিল্লি মন্দির মার্গ থানায়৷ সেখানে গিয়েও অবস্থানে বসেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা৷ মঙ্গলবার সকাল থেকে মাইকে ঘোষণা করা হয়, থানা চত্বরে অবস্থানকারী তৃণমূল প্রতিনিধি দলের সদস্যেরা ‘স্বতন্ত্র’ (মুক্ত)। এদিকে, ফটক বন্ধ৷ দুপুর হতে বন্ধ ফটকের ওপার থেকেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন দোলা সেন-ডেরেক ও’ব্রায়েনরা!

 দোলা সংবাদমাধ্যমকে বললেন, ‘‘আমাদের দু’জন সাংসদ, নাদমুল হক এবং সাগরিকা রাতভর থানায় থাকার পরে সকালে বিশেষ প্রয়োজনে বাইরে বেরিয়েছিলেন। কিন্তু তাঁদের আর ঢুকতে দেওয়া হয়নি। গেট বন্ধ করে দেওয়া হয়৷ কেউ বেরোলে তিনি আর ঢুকতে পারবেন না। আর যাঁরা ভিতরে আছেন, তাঁরা বেরোতে পারবেন না। এবার বুঝুন কী অবস্থা।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + four =