বাঘের আতঙ্কে কাঁপছে হুগলি! CCTV-তে ধরা দেওয়া জন্তুটি সত্যিই কি বাঘ?

পশ্চিমবঙ্গের সুন্দরবন অধ্যুষিত এলাকায় বাঘের পায়ের ছাপ আতঙ্কের হলে স্বাভাবিক৷ ঝাড়গ্রাম,বাঁকুড়া, বীরভূমের জঙ্গলমহলেও বিষয়টি অস্বাভাবিক নয়৷ তবে সুন্দরবন বা জঙ্গল মহল থেকে কয়েকশো কিলোমিটার দূরে নদিয়া এবং এরপর এবার হুগলি জেলায় বাঘের পায়ের ছাপ নিঃসন্দেহে শুধু আশ্চর্যের বিষয় নয় বরং বিরল বলা যায়৷ বিগত চারদিন ধরেই হুগলির কোন্নগরের কানাইপুর গ্রামে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে বাঘের আতঙ্ক ছড়িয়েছে৷

db1c668500e6727b0ea349dd985999ff

কলকাতা: পশ্চিমবঙ্গের সুন্দরবন অধ্যুষিত এলাকায় বাঘের পায়ের ছাপ আতঙ্কের হলে স্বাভাবিক৷ ঝাড়গ্রাম,বাঁকুড়া, বীরভূমের জঙ্গলমহলেও বিষয়টি অস্বাভাবিক নয়৷ তবে সুন্দরবন বা জঙ্গল মহল থেকে কয়েকশো কিলোমিটার দূরে নদিয়া এবং এরপর এবার হুগলি জেলায় বাঘের পায়ের ছাপ নিঃসন্দেহে শুধু আশ্চর্যের বিষয় নয় বরং বিরল বলা যায়৷ বিগত চারদিন ধরেই হুগলির কোন্নগরের কানাইপুর গ্রামে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে বাঘের আতঙ্ক ছড়িয়েছে৷ তবে স্থানীয় একটি স্টিল আলমারির দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে জন্তুটির ছবিও৷ আর সেই ছবি প্রকাশ্যে আসতেই সোমবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷

একইসঙ্গে গ্রামের পাশেই একটি জঙ্গলে ঝোপের মধ্যে একটি গরুর মৃতদেহকে কেন্দ্র করেও বাঘের আতঙ্ক আরো জোরদার হয়৷ এমনকি রাতে বাঘের গর্জন শোনা গেছে বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের৷যদিও এ বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি বনদপ্তর এর পক্ষ থেকে৷ তবে সিসিটিভি ফুটেজ দেখার পর বনদফতরের এক আধিকারিকের দাবি, জন্তুটি কোনোভাবেই বাঘ নয় এটিকে মেছো বিড়াল বা 'ফিশিং ক্যাট' বলেই দাবি করেছেন তিনি৷ তবে বাঘেরখবর পাওয়ার পর সকালেই এলাকায় পৌঁছে যায় উত্তর পাড়া থানার পুলিশ৷

আতঙ্কিত গ্রামবাসীদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়৷ তবে এই এলাকায় বাঘের উপস্থিতি প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের দাবি,  দিল্লি রোডে বন্যজন্তু পাচারকারীদের কবল থেকে পালিয়ে আসা কোনো বাঘ ঢুকে পড়েছে এলাকায়৷  সাম্প্রতিক সময়ে  উত্তরবঙ্গের কয়েকটি জায়গা ছাড়াও পশ্চিমবঙ্গের জঙ্গলমহল ও জঙ্গলমহল ঘেঁষা ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় বাঘের আতঙ্ক ছড়িয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *