দেরাদুন: বাঘের মুখে ঠোঁট ঢুকিয়ে একটি বক তার গলা থেকে হাড় বের করেছে, সেই গল্প ছোটবেলায় সকলেই বোধহয় শুনেছে৷ কিন্তু সে তো গেল ছোটদের গল্প, যা বইতেই সম্ভব৷ অথবা ‘পায়ে পড়ি বাঘমামা, কোরো নাকো রাগ মামা’ গান গেয়ে জাতীয় পশুটিকে বশ করা সম্ভব সিনেমার পর্দায়৷ বাস্তবে বাঘ সামনে দেখলেই বেহুঁশ হওয়ার জোগাড় হয় সকলের, সেখানে রয়েল বেঙ্গল টাইগারকে নাকানি-চোবানি খাইয়ে দিল এক বাঁদর! তার প্রমাণও পাওয়া গিয়েছে এক ভিডিওতে৷ ঘটনাটি জিম করবেট ন্যাশনাল পার্কের৷ এই ঘটনার ভিডিও শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ আঙ্গুসামি।
ক্ষণিকের ভিডিওয় দেখা গিয়েছে , একটি গাছের মগডালে বসে আছে বাঘমামা, আর গাছের নিচের দিকে ডাল ধরে ঝুলছে একটি বাঁদর। যদিও হরিণ, বন্য শুয়োর শিকার করে খেতে ভালোবাসে বাঘ৷ তবে কখনও সখনও স্বাদ বদলাতে বাঁদরও ধরে খায়। কিন্তু বাঘমশাই বনে থেকেও কি জানেন না যে গাছ হচ্ছে বাঁদরের রাজত্ব? গাছের ডালে ডালেই সে ঘুরে বেড়ায়। গাছের মগডাল থেকে বাঘ যত নিচের দিকে নামতে থাকে, ততই মজার হতে থাকে ভিডিওটি৷ আর একটু নিচে নামতেই গাছের ডাল ছেড়ে পালিয়ে যায় বাঁদরটি। আর বাঁদরের সেই ছেড়ে দেওয়া ডালের ধাক্কায় বাঘ বাবাজীবন মুখ থুবড়ে হুড়মুড় করে মাটিতে পড়ে যায়৷
প্রসঙ্গত, এই ভিডিও প্রায় চার বছরের পুরনো। ২০১৬ সালে এটি শেয়ার করা হলেও, নতুন করে ভিডিওটি সামনে এসেছে৷ বনের রাজাকে এইভাবে নাকাল করার ভিডিও দেখে পেটে খিল ধরে গিয়েছে সকলের৷ আর এটা নিয়ে আলোচনাও তুমুল৷ লাইক, কমেন্টও অগুনতি। ভিডিওর নিচে অঙ্গুসামি লেখেন, দুর্বলতা নয়, সব সময় নিজের যে শক্তি সেটা কাজে লাগাও। জনপ্রিয় পপ তারকা জেনিফার লোপেজ এই কথা একবার বলেছিলেন। অনেক নেটিজেনের বক্তব্য, এই ভিডিও দেখে মানুষেরও শিক্ষা নেওয়া উচিত! বিপদের সময় কী ভাবে মাথা ঠাণ্ডা রাখতে হয় সেটাই এই বাঁদরের থেকে শেখা উচিত৷